স্কুল জীবন বনাম কলেজ জীবন

স্কুল জীবন বনাম কলেজ জীবন

স্কুল :- ৭দিনের জন্য একই জামা
কলেজ :- ১দিনের জন্য ৭টি জামা

স্কুল :- ১টি বিষয়ের জন্য ২টি
খাতা
কলেজ :- সকল বিষয়ের জন্য
একটাই খাতা

স্কুল :- টিচার এর হাতে সাদা বস্তু
(চক)
কলেজ :- ছাত্রের হাতে সাদা বস্তু
(সিগারেট)

স্কুল :- চিঠি আসলে সেটা সচরচর
টিসি’র চিঠি হয়
কলেজ :- সচরচর সব চিঠি এ প্রেম
পত্র
হয়ে থাকে

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!