সেতুর যুদ্ধ

নামারকের পারসিগণ যুদ্ধে পরাজয় করাতে তাঁদের জাতীয় গর্বে অনেক ক্ষতি হয়ে যায়। ফোরাত নদীর তীরে তাঁরা বাহমনের নেতৃত্বে মুসলিম বাহিনীর মোকাবেলা করলেন। মাসান্না (রাঃ) এর কথা না মেনে আবু ওবায়দা (রাঃ) নদী পার হয়ে যুদ্ধ করতে তৈরি হল, তাঁর নৌকার সাহায্যে সে নদীর উপর সেতু তৈরি করে ইউফ্রেতিস নদী পার হয়ে পারস্য বাহিনীর সাথে মোকাবেলা করলেন। 

এ জন্যই এ যুদ্ধ সেতুর যুদ্ধ নামে পরিচিত। এ সেতুর যুদ্ধে মুসলিম বাহিনী পারস্য বাহিনীর সঙ্গে টিকতে না পেরে আস্তে আস্তে মুসলিম বাহিনীর পতন হয়। এ সেতুর যুদ্ধে আবু ওবায়দা (রাঃ) শহীদ হল। আবু ওবায়দা (রাঃ) এর মৃত্যুর পর মুসান্না (রাঃ) মুসলমান বাহিনী পতাকা হাতে নিলেন। যুদ্ধ মুসলমানদের প্রতিকূলে ছিল, সৈন্যরা তখন ভয়ে পালিয়ে যেতে শুরু করেছিল মুসলমান সৈন্য বাহিনী যাতে পালিয়ে না যেতে পারে সে জন্য বিপক্ষের সৈন্যরা সেতু ভেঙে ফেলে। 

মাসান্না (রাঃ) সে সেতুর দ্রুত সংস্কার করে পলাতক সৈন্যদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবার জন্য একদল অশ্বরোহী সৈন্যদল সে জায়গায় প্রেরণ করলেন। তাঁরপর মুসলমান সৈন্যবাহিনী নিরাপদে নদী পাড়ি দিয়ে চলে আসে। পরবর্তীতে হিসাব করে দেখা গেল যে, ৯০০০ হাজার সৈন্যের মধ্যে ৩০০০ হাজার সৈন্য ফিরে এসেছে। মুসলমানদের আর বাকি সব সৈন্য মৃত্যুবরণ করেছেন। 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!