সেটেলমেন্ট অফিসের এক কর্মচারীর ৫০ টাকা ঘুষ নেয়া এবং তারপর ফিরিয়ে দেয়ার কাহিনী

একজন গরিব লোক নিজের জমির দলিল হারিয়ে দলিলের রেকর্ড সংগ্রহের জন্য সেটেলমেন্ট অফিসে যায়। প্রতিপক্ষের মামলার কারণে আদালতে দলিলের কপি তাকে জমা দিতে হবে। ভূমি অফিসে যাওয়ার পর সংশ্লিষ্ট ৫০ টাকা ঘুস চায় কিন্তু তার পক্ষে ঘুষ দেয়া সম্ভব নয়। এ কথা বলতেই কর্মচারী ঘুষ ছাড়া কাজ হবে না সাফ জানিয়ে দেয়।

পরদিন সেই গরিব লোক ৫০টাকা নিয়ে কর্মচারীর হাতে দেয়। এ সময় গরিব লোকটি কাঁদছিল তার চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছিল। কর্মচারী কান্নার কারণ জিজ্ঞেস করায় গরিব লোকটি বলে বহু বছর যাবত আমি এক টাকা দুই টাকা করে জমিয়ে মেয়ের বিয়ের জন্য এক জোড়া চুড়ি কিনেছিলাম। আজ বসতবাড়ি রক্ষার প্রয়োজনে সেই চুড়ি বিক্রি করে দিয়েছি। তারপর আপনার দাবি পূরণের জন্য সে টাকা এনে আপনাকে দিয়েছি।

এসব কথা শুনে কর্মচারী চুপচাপ লোকটিকে জমির দলিল কপি করে দেয় এবং লোকটির দেওয়া ৫০ টাকা তাকে ফিরিয়ে দেয় এবং বলে এ টাকা যদি নিই, তবে আমাকে দোযখের আগুনে জ্বলতে হবে। এ কথা বলে সেই ৫০টাকা গরিব লোকটির পকেটে ঢুকিয়ে দেয়।

আরো পড়তে পারেন...

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

ভালুক ও কাঠবিড়ালী

কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতাটি কম-বেশি সবাই পড়েছে। এ কবিতাটির কারণেই ছোট্ট…

সেটেলমেন্ট অফিসের এক কর্মচারীর ৫০ টাকা ঘুষ নেয়া এবং তারপর ফিরিয়ে দেয়ার কাহিনী

একজন গরিব লোক নিজের জমির দলিল হারিয়ে দলিলের রেকর্ড সংগ্রহের জন্য সেটেলমেন্ট অফিসে যায়। প্রতিপক্ষের মামলার কারণে আদালতে দলিলের কপি তাকে জমা দিতে হবে। ভূমি অফিসে যাওয়ার পর সংশ্লিষ্ট ৫০ টাকা ঘুস চায় কিন্তু তার পক্ষে ঘুষ দেয়া সম্ভব নয়। এ কথা বলতেই কর্মচারী ঘুষ ছাড়া কাজ হবে না সাফ জানিয়ে দেয়।

পরদিন সেই গরিব লোক ৫০টাকা নিয়ে কর্মচারীর হাতে দেয়। এ সময় গরিব লোকটি কাঁদছিল তার চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছিল। কর্মচারী কান্নার কারণ জিজ্ঞেস করায় গরিব লোকটি বলে বহু বছর যাবত আমি এক টাকা দুই টাকা করে জমিয়ে মেয়ের বিয়ের জন্য এক জোড়া চুড়ি কিনেছিলাম। আজ বসতবাড়ি রক্ষার প্রয়োজনে সেই চুড়ি বিক্রি করে দিয়েছি। তারপর আপনার দাবি পূরণের জন্য সে টাকা এনে আপনাকে দিয়েছি।

এসব কথা শুনে কর্মচারী চুপচাপ লোকটিকে জমির দলিল কপি করে দেয় এবং লোকটির দেওয়া ৫০ টাকা তাকে ফিরিয়ে দেয় এবং বলে এ টাকা যদি নিই, তবে আমাকে দোযখের আগুনে জ্বলতে হবে। এ কথা বলে সেই ৫০টাকা গরিব লোকটির পকেটে ঢুকিয়ে দেয়।