সেই ভয়ঙ্কর কালো পোল

আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমার মেঝ ফুফুর কাছ থেকে শোনা।ফেনী থেকে পরশুরাম গামী যে রেল লাইটি আছে এক সময় ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত এই লাইনে একটি ট্রেন যাতায়াত করত।বৃটিশ আমলে চট্রগ্রাম থেকে ত্রিপুরা রাজ্যে মালামাল নেয়ার জন্য এই লাইটি তৈরি করা হয়।বর্তমানে অবশ্যই এই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে।
ঘটনা:- আজ থেকে ৩০ বছর আগের কথা।আনন্দপুর ইউনিয়নের কালিহাট নামক স্থানে কালা পোল নামের একটি জায়গা আছে।আর এর ঠিক পাশে ছিলো ছোট্ট একটি গ্রাম।এই এলাকায় তখন বিদ্যুত্‍ আসেনি তাই রাত একটু গভীর হলেই গ্রাম জুড়ে নিঃশব্দ বিরাজ করতো।একবার এই গ্রামে এক মেয়ের বিয়ের আসর থেকে যৌতুকের দাবিতে বর চলে যায়।কিন্তু গ্রামের মানুষ এর কোন প্রতিবাদ করেনি।এবাবে বিয়ের আসর থেকে বর চলে যাওয়ার কারনে সেদিন সারা রাত মেয়টি এবং তার মা বিলাপ করতে করতে কান্নাকাটি করে।পরদিন ফজরের আযান দেয়ার একটু আগে মেয়েটি অপমানে ও লজ্জা শরমে ভয়ে ঐ কালা পোলের পাশে গিয়ে রেল গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।আত্মহত্যার পরে মেয়েটির দেহটি পাওয়া গেলেও মাথাটি কোথাও পাওয়া যায়নি।গ্রামবাসি অনেক খুঁজাখুজি করেও মাথাটি না পেয়ে পরে শুধু দেহটি দাফন করে।এর কিছুদিন পরে হঠাত্‍ একদিন গভীর রাতে এক বিকট কান্নার আওয়াজ শুনে গ্রামের সব মানুষের ঘুম ভেঙ্গে গেল।কান্নার আওয়াজটা ছিলো অনেটা বিলাপের সুরে মত।বুঝা যাচ্ছিলো আওয়াজটি কালা পোলের ঐ দিক থেকে আসছে।সবার কাছে কান্নার আওয়াজটি পরিচিত মনে হলেও কেউ সাহস করে ঘর থেকে বের হয়নি।পরদিন সকালে গ্রামবাসি ঐ স্থানে গিয়ে দেখলো রেল লাইনের পাশে কে যেন একটি গর্ত খুড়ে গেছে।এর পর থেকে প্রায় সময় গভীর রাতে বিকট এক আওয়াজ শুনে গ্রামে বাসির ঘুম ভেঙ্গে যেত।তার পর সে চির পরিচিত বিলাপের সুরে কান্না আওয়াজ শোনা যেত।একদিন চাঁদনী প্রসারী এক গভীর রাতে গ্রামের কিছু যুবক যাত্রাপালা দেখে বাড়ি পিরছিলো।গ্রামে ঢুকার পথে হঠাত্‍ করে তাদের চোখ গেলো কালা পোলের ঐ দিকে।তারা লক্ষ্য করলো একটি মেয়ে সাদা পোষাক পড়ে রেল লাইনের উপর দাড়িয়ে আছে।কিন্তু তার দেহের সাথে মাথাটি ছিলোনা।এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যুবকরা ভয়ে গ্রামের দিকে দৌড় দিল।পরদিন সকালা এই ঘটনা তার মসজিদের ইমাম বলে।ইমাম সাহেব রাত্রি বেলায় ঐ দিকে যে সবাইকে নিষেধ করে।এর কিছুদিন পরে একদিন গভীর রাতে ইমাম সাহেব স্বপ্ন দেখে কেন যেন তাকে বলছে মেয়েটির মাথা খুজে এনে কবরে দাপন করতে।এবং মাথাটি কোথায় আছে সেটা ও বলেছে।পরদিন সকালে ইমাম সাহেবের নেতৃতে কালা পোল থেকে আধা কি:মি দূরে এক ধান ক্ষেত থেকে মাথাটি উদ্ধার করে কবরে দাফন করা হয়।তার পর থেকে সেই বিকট আওয়াজ এবং বিলাপের শব্দ আর গ্রামের মানুষ শোনানি।বিঃদ্রঃ এটি কোন একটা কাল্পনিক ঘটনা নয়। এটি একটি সত্য ঘটনা

দুঃখিত!