সেই কড়াইতেই মাছ ভাজা হতো

একদিন একজন লোক গোপালকে ডেকে বলল- ওহে গোপাল, শোন শোন, এই রকম ছোট কড়াই নিয়ে কোথায় যাচ্ছ? আমার মামার বাড়িতে একটা কড়াই ছিল- তা কড়াইয়ের মত কড়াই বটে। লম্বায় দু’ক্রোশ আর প্রস্থে দু’ক্রোশ। ভেবে দেখ একবার কড়াইয়ের বহর।
লোকটির কথায় গোপাল হেসে ব্তি- ও, এই কথা? তা অত বড় কড়াই হতে পারে বৈকি! আমার দাদু রোজ একটা করে আস্ত ইলিশ মাছ ভাজা খেত।
লোকটি বলল- এ আর এমন কি কথা? একটা গোটা ইলিশ মাছ ভাজা অনেকেই খেতে পারে।
গোপাল বলল- এ তো আর যে সে ইলিশ নয় খুড়ো! লম্বায় দেড় ক্রোশ আর প্রস্থে প্রায় এক ক্রোশ।
গোপালের কথা শুনে লোকটি চোখ বড় বড় করে বলল- বল কি হে গোপাল, অত বড় মাছ! এ যে আমি বাপ-ঠাকুরদার জন্মেও শুনিনি। গুল দেওয়ার আর জায়গা পাওনি? অত বড় মাছ কোন কড়াইতে ভাজত?
গোপাল মুচকি হেসে বলল- কেন, আপনার মামাবাড়ির সেই কড়াই। সেই কড়াইতেই তো মাছ ভাজা হতো।

—-সংগৃহীত

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!