সুসম্পর্ক

ছেলেবেলার দুই বন্ধু এক সঙ্গে স্কুল- কলেজের পড়া শেষ করার পর এক
সঙ্গে সৈন্যদলে যোগ দিল। যুদ্ধ শুরু হল, ওরা দু’জনে এক সঙ্গে লড়াই করছিল। একদিন
তাদের ইউনিট অতর্কিত আক্রমনের মুখে পড়ল। অন্ধকারে চারিদিকে বুলেট
বৃষ্টি। এমন সময় অন্ধকার ভেদ করে একটি স্বর শোনা গেল, হ্যারি,
আমাকে সাহায্য কর। এটি হ্যারির ছেলেবেলার বন্ধু বিলের গলা।
হ্যারি বিলকে সাহায্য করার জন্য ক্যাপ্টেনের অনুমতি চাইল, কিন্তু ক্যাপ্টেন
অনুমতি দিল না। ক্যাপ্টেন বলল, না আমি তোমাকে যেতে দিতে পারি না,
কারণ আমার লোক কমে গেছে। তা ছাড়া বিলের গলা শুনে মনে হচ্ছে ও
বাচবে না। অন্ধকারে আবার শোনা গেল, হ্যারি, আমাকে বাচাও . শেষ পর্যন্ত
থাকতে না পেরে হ্যারি ক্যাপ্টেন কে বলল, ক্যাপ্টেন ও আমার ছেলেবেলার বন্ধু,
আমাকে ওকে সাহায্য করতেই হবে।ক্যাপ্টেন অনিচ্ছা সত্বেও অনুমতি দিতে হ্যারি বুকে হেটে বিলের
কাছে পৌছাল,= এবং টেনে তাকে ট্রেঞ্চে নিয়ে এল। বিল কিন্তু মারা গেল। ক্যাপ্টেন রাগ করে বলল,
বলেছিলাম না। বিল মারা যাবে, তুমি মারা যেতে পারতে এবং একজন লোক
কমে যেত, কাজটি ঠিক হয়নি। হ্যারি বলল, ক্যাপ্টেন আমি ঠিক করেছি। আমি যখন ওর
কাছে পৌছালাম, বিল বেছে ছিল, এবং ওর শেষ কথা ছিল, আমি জানতাম তুমি আসবে।

গল্পটি পাঠিয়েছেন :

হরষিত সরকার-সাতক্ষীরা থেকে

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!