সুরাকা বিন মালিকের হাতে সম্রাট কিসরার কংকন
রাসূলুল্লাহ (সাঃ) সুরাকা বিন মালিককে বললেন, হে সুরাকা!
পারস্য সম্রাট কিসরার দুটি কংকন যখন তোমার উভয় হাতে পড়িয়ে দেয়া হবে, তখন
তোমার কতই না আনন্দ হবে। পরবর্তীতে হযরত ওমর (রাঃ) এর শাসনামলে পারস্য মুসলমানদের অধীনে আসে। সম্রাট কিসরার কংকর দ্বয় হাজির করা হলে হযরত ওমর ফারুক (রাঃ) সুরাকা
বিন মালিককে সন্ধান করলেন। অতঃপর তার হাতে কংকন পড়িয়ে হযরত ওমর (রাঃ) বললেন ঐ আল্লাহ্ পাকের শুকুর যিনি কিসরার কংকন ছিনিয়ে সুরাকার
হাতে পরিয়ে দিলেন। সুরাকা বিন মালিক সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) যে ভবিষ্যদ্বানীটি করেছিলেন
তা পূর্ণ করার উদ্দেশ্যেই হযরত ওমর (রাঃ) সাময়িক ভাবে ঐ কংকন পরিয়ে দিয়েছিলেন। আর তিনি ও স্বীয় হাত উত্তোলন করে সকল মুসলমানকে তা দেখিয়ে দিলেন। যেন রাসূলুল্লাহ (সাঃ) এর ভবিষ্যদ্বানীটির বাস্তবায়ন সকলে প্রত্যক্ষ করে নেয়।
(বায়হাকী)