সুরাকা বিন মালিকের হাতে সম্রাট কিসরার কংকন

রাসূলুল্লাহ (সাঃ) সুরাকা বিন মালিককে বললেন, হে সুরাকা! পারস্য সম্রাট কিসরার দুটি কংকন যখন তোমার উভয় হাতে পরিয়ে দেয়া হবে, তখন তোমার কতই না আনন্দ হবে। পরবর্তীতে হযরত ওমর (রাঃ) এর শাসনামলে পারস্য মুসলমানদের অধীনে আসে।

সম্রাট কিসরার কংকর দ্বয় হাজির করা হলে হযরত ওমর ফারুক (রাঃ) সুরাকা বিন মালিককে সন্ধান করলেন। অতঃপর তার হাতে কংকন পরিয়ে হযরত ওমর (রাঃ) বললেন ঐ আল্লাহ্ পাকের শুকর যিনি কিসরার কংকন ছিনিয়ে সুরাকার হাতে পরিয়ে দিলেন।

সুরাকা বিন মালিক সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) যে ভবিষ্যদ্বানীটি করেছিলেন তা পূর্ণ করার উদ্দেশ্যেই হযরত ওমর (রাঃ) সাময়িক ভাবে ঐ কংকন পরিয়ে দিয়েছিলেন। আর তিনি ও স্বীয় হাত উত্তোলন করে সকল মুসলমানকে তা দেখিয়ে দিলেন। যেন রাসূলুল্লাহ (সাঃ) এর ভবিষ্যদ্বানীটির বাস্তবায়ন সকলে প্রত্যক্ষ করে নেয়।
(বায়হাকী)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!