সুন্দরী জ্বিন স্ত্রীর ঘটনা

জনাব কাযীউল কুযযাহ জালালুদ্দীন আহমদ বিন কাযীউল কুযযাহ হিসামুদ্দীন রাযী হানাফী বলিয়াছেন……… ‘আমার পিতা আপন পরিবার পরিজন বর্গকে প্রাচ্য দেশে আনার জন্য আমাকে সফরে পাঠাইয়া দেন। যখন আমি ‘বীরাহ’ নামক একটি জায়গা পার হইলাম, তো বৃষ্টি আমাদের এক পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য করিল। আমি এক যাত্রী দলের সাথে ছিলাম। ফলে কিছুক্ষণের মধ্যে ঘুমাইয়া পড়িলাম। হঠাৎ দেখি কেহ আমাকে আমাকে জাগাইতেছে । জাগিয়া দেখিলাম আমার কাছে এক মাঝারি উচ্চতার এক মহিলা দাঁড়াইয়া আছে। তাহার চোখ ছিল লম্বা-লম্বি ফাটলের মত। যাহা দেখিয়া আমি ঘাবড়াইয়া গেলাম।

সে বলিল- : তুমি ভয় পাইবে না। আমি তোমার  সাথে আমার চাঁদের মত মেয়েকে বিবাহ দিতে আসিয়াছি। আমি ঘাবড়াইয়া বলিলাম— : আল্লাহ ভাল ক্রুন। তাহার পর দেখিলাম কিছু মানুষ আমার দিকে আসিতেছে। তাহাদের আকৃতিও ঐ মহিলার মত। তাহাদের চোখও লম্বা ফাটলের মতো। তাহাদের সাথে একজন কাযীও ছিল এবং ছিল সাক্ষীও। সুতরাং কযী বিয়ের পয়গাম দিল এবং বিবাহ পড়াইয়া দিল, আমি বাধ্য হইয়া কবূল করিলাম।

এরপর তাহারা চলিয়া গেল এবং সেই মহিলা ফের আমার কাছে আসিল। এবার তাহার সাথে এক সুন্দরী মেয়েও ছিল। তাহার চোখও ছিল তাহার মায়ের মতো। মেয়ের মা মেয়েটিকে আমার কাছে রাখিয়া চলিয়া গেল। ফলে  আমার ভয় ভীতি আরও বাড়িয়া গেল। আমি আমার সঙ্গীদের জাগানোর উদ্দেশ্যে খাবার ছুড়িয়া মারিতে লাগিলাম। কিন্তু ওদের কেহ উঠিল না। তখন অনুনয় বিনয় করিয়া আল্লাহর দরবারে দু’আ প্রার্থনা করিতে লাগিলাম। পরে ওখান হইতে বাহির হইবার সময় হইল।

আমরা রওয়ানা হইলাম। কিন্তু মেয়েটি আমাকে ছাড়িতেছিল না। সেও সঙ্গে চলিল। এই অবস্থায় তিন দিন কাটিয়া গেল। চার দিনের মাথায় সেই আগের মহিলাটি আসিল এবং বলিল— : সম্ভবত এই মেয়েকে তোমার পছন্দ হয়নি। মনে হয় তুমি এর বিচ্ছেদ চাইতেছ। আমি বলিলাম— : হ্যাঁ, আল্লাহর কসম। সে বলিল— : তবে একে তালাক দিয়া দাও। আমি তাহাকে তালাক দিয়া দিলাম। সে চলিয়া গেল আর কখনও তাহাকে দেখিনাই। সংগ্রহঃ জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস-আল্লামা জালাল উদ্দীন সূয়ূতী (রাহঃ)

আরো পড়তে পারেন...

ছালেহ (আঃ)-এর দাওয়াতের ফলশ্রুতি

ইতিপূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় কওমে ছামূদও তাদের নবী হযরত ছালেহ (আঃ)-কে অমান্য করে। তারা বিগত…

হযরত ছালেহ (আলাইহিস সালাম)

‘আদ জাতির ধ্বংসের প্রায় ৫০০ বছর পরে হযরত ছালেহ (আঃ) কওমে ছামূদ-এর প্রতি নবী হিসাবে…

কওমে ‘আদ-এর উপরে আপতিত গযব-এর বিবরণ

মুহাম্মাদ ইবনু ইসহাক বলেন, কওমে ‘আদ-এর অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গযব হিসাবে উপর্যুপরি তিন বছর…