সুন্দরী জ্বিন স্ত্রীর ঘটনা

জনাব কাযীউল কুযযাহ জালালুদ্দীন আহমদ বিন কাযীউল কুযযাহ হুসামুদ্দীন রাযী হানাফী বলেছেন:

“আমার পিতা আমাকে আপন পরিবারের পরিজনকে প্রাচ্য দেশে আনার জন্য সফরে পাঠালেন। যখন আমি ‘বীরাহ’ নামক একটি জায়গা পার হলাম, তখন বৃষ্টি আমাদের এক পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য করল। আমি এক যাত্রী দলের সাথে ছিলাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখি কেউ আমাকে জাগাচ্ছে। জাগিয়ে দেখলাম, আমার কাছে এক মাঝারি উচ্চতার মহিলা দাঁড়িয়ে আছেন। তার চোখ ছিল লম্বা-লম্বা ফাটলের মতো। তা দেখে আমি ঘাবড়াইলাম। সে বলল—

“তুমি ভয় পাও না। আমি তোমার সাথে আমার চাঁদের মতো মেয়েকে বিবাহ দিতে এসেছি।”

আমি ঘাবড়ে বললাম—

“আল্লাহ ভালো করুন।”

তারপর দেখলাম কিছু মানুষ আমার দিকে আসছে। তাদের আকৃতিও ঐ মহিলার মতো। তাদের চোখও লম্বা ফাটলের মতো। তাদের সাথে একজন কাযীও ছিলেন এবং ছিলেন সাক্ষীও। সুতরাং কাযী বিয়ের পয়গাম দিলেন এবং বিবাহ পড়িয়ে দিলেন, আমি বাধ্য হয়ে কুবুল করলাম।

এরপর তারা চলে গেল এবং সেই মহিলা আবার আমার কাছে এল। এবার তার সাথে এক সুন্দরী মেয়েও ছিল। তার চোখও তার মায়ের মতো। মেয়ে তার মাকে আমার কাছে রেখে চলে গেল। ফলে আমার ভয় ও ভীতি আরও বাড়ল। আমি আমার সঙ্গীদের জাগানোর উদ্দেশ্যে খাবার ছুড়ে মারতে লাগলাম। কিন্তু কেউ উঠল না। তখন অনুনয় বিনয় করেই আল্লাহর দরবারে দু’আ করতে লাগলাম। পরে আমরা বাইরে বের হতে পারলাম। কিন্তু মেয়েটি আমাকে ছাড়ল না। সে সঙ্গে চলল। এই অবস্থায় তিন দিন কাটল।

চার দিনের মাথায় সেই আগের মহিলাটি এল এবং বলল—

“সম্ভবত এই মেয়েটি তোমার পছন্দ হয়নি। মনে হয় তুমি এর বিচ্ছেদ চাইছ।”

আমি বললাম—

“হ্যাঁ, আল্লাহর কসম।”

সে বলল—

“তাহলে একে তালাক দিয়ে দাও।”

আমি তাকে তালাক দিয়ে দিলাম। সে চলে গেল এবং আর কখনও তাকে দেখিনি।”

সংগ্রহ: জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস – আল্লামা জালাল উদ্দীন সূয়ূতী (রাহঃ)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!