সিজদারত অবস্থায় মৃত্যু
এক বুজুর্গ আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। হে আল্লাহ! তুমি আমার উপর রহমত নাজিল কর এবং বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দান কর। আর মানুষের দৃষ্টি থেকে আমার আমলিয়াত গোপন রেখো।
ঐ বুজুর্গ একদিন সন্ধ্যা হতে সকাল পর্যন্ত নামাযে মশগুল রইলেন। রাতের শেষ অংশে লোকেরা দেখতে পেল আকাশ হতে একটি নূর নেমে এসে সেই বুজুর্গের মাথার উপর ঝলমল করছে। পরে তাকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হলে তিনি নিম্নের বয়াতটি পাঠ করলেন।
অর্থাৎঃ সে গোপন ভেদ সম্পর্কে ওয়াকেফ আল্লাহ! আমার গোপন ভেদ প্রকাশ হয়ে পড়েছে। এটা প্রকাশ হওয়ার পর আমি আর জীবিত থাকতে চাই না। একথা বলেই তিনি আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পতিত হলেন। আল্লাহ পাক সিজদারত অবস্থায় তার জান কবজ করে নিলেন।