সিংহ ও নবী করীম (সাঃ) এর গোলাম ছাফীনা

হযরত ছাফীনাহ (রাঃ) বলেছেন, আমি এক জাহাজে সমুদ্র পথে সফর করেছিলাম। হটাৎ জাহাজ ভেঙ্গে গেলে আমি একটি তক্তার উপর ভর করে ভাসতে ভাসতে এক বাঁশ ঝাড়ে গিয়ে ঠেকলাম। সেখানে ছিল এক সিংহ। সে আমার দিকে এগুতে লাগল আমি বললাম, আমি নবী করিম (সাঃ) এর আযাদকৃত গোলাম। এ কথা শুনে তৎক্ষণাৎ তার কাঁধ দ্বারা আমার দেহ স্পর্শ করে আমাকে সাথে নিয়ে চলল। চলতে চলতে সে আমাকে একটি পথের উপর দাঁড় করিয়ে খুব চিকন স্বরে কি যেন বলতে লাগল। অতঃপর লেজ দ্বারা আমার হাত স্পর্শ করল। এবার আমি বুঝলাম যে, আমাকে পথে তুলে দিয়ে সে বিদায় নিচ্ছে।

হযরত ছাফীনাহ রাসূলুল্লাহ (সাঃ) এর গোলাম ছিলেন। তার নাম রোমান অথবা মেহবান ছিল। রাসূলুল্লাহ (সাঃ) তাকে আজাদ করে দিয়েছিলেন। এক সফরে তাঁর মাথায় অনেক বোঝা দেখে তিনি বলেছিলেন; তুমি কি মালবাহী ছাফীনাহ (নৌকা)। ঐ দিন থেকেই তাকে “ছাফীনাহ” ডাক শুরু হল। (বায়হাকী)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!