সিংহ ও নবী করীম (সাঃ) এর গোলাম ছাফীনা

হযরত ছাফীনাহ (রাঃ) বলেছেন, আমি এক জাহাজে সমুদ্র পথে সফর করেছিলাম। হটাৎ জাহাজ ভেঙ্গে গেলে আমি একটি তক্তার উপর ভর করে ভাসতে ভাসতে এক বাঁশ ঝাড়ে গিয়ে ঠেকলাম। সেখানে ছিল এক সিংহ। সে আমার দিকে এগুতে লাগল আমি বললাম, আমি নবী করিম (সাঃ) এর আযাদকৃত গোলাম। এ কথা শুনে তৎক্ষণাৎ তার কাঁধ দ্বারা আমার দেহ স্পর্শ করে আমাকে সাথে নিয়ে চলল। চলতে চলতে সে আমাকে একটি পথের উপর দাঁড় করিয়ে খুব চিকন স্বরে কি যেন বলতে লাগল। অতঃপর লেজ দ্বারা আমার হাত স্পর্শ করল। এবার আমি বুঝলাম যে, আমাকে পথে তুলে দিয়ে সে বিদায় নিচ্ছে।

হযরত ছাফীনাহ রাসূলুল্লাহ (সাঃ) এর গোলাম ছিলেন। তার নাম রোমান অথবা মেহবান ছিল। রাসূলুল্লাহ (সাঃ) তাকে আজাদ করে দিয়েছিলেন। এক সফরে তাঁর মাথায় অনেক বোঝা দেখে তিনি বলেছিলেন; তুমি কি মালবাহী ছাফীনাহ (নৌকা)। ঐ দিন থেকেই তাকে “ছাফীনাহ” ডাক শুরু হল। (বায়হাকী)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।