সিংহ ও ইঁদুর – ঈশপের গল্প

এক সিংহ, পর্বতের গুহায় ঘুমিয়ে ছিল। সেইসময় এক ইঁদুর সিংহের শরীরের উপর দিয়ে যাবার সময় সিংহের নাকের মধ্যে ঢুকে গেল। যেই না! ইঁদুর সিংহের নাকের মধ্যে গেল, ওমনি সিংহ জেগে উঠল। যখন সিংহের নাকের মধ্যে থেকে ইঁদুর বেড়িয়ে এলো তখন সিংহ ইঁদুরের উপর রাগ করে তাকে হত্যা করতে চাইল।

তখন ইঁদুর প্রাণ ভয়ে বলল, ‘মহারাজ, আমি না জেনে অপরাধ করেছি, ক্ষমা করুন, আমায় প্রাণ দান করুন। আপনি সমস্ত পশুর রাজা, আমার মত ক্ষুদ্র প্রাণীকে হত্যা করলে আপনার কলঙ্ক লাগবে। সিংহ শুনে মৃদু হেসে, ইঁদুরটিকে ছাড়ে দিল।

কিছুদিন পর, সিংহ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। বনের মধ্যে এক জায়গায় ফাঁদ পাতা ছিল। সিংহ যেমনি ফাঁদে পা দিল অমনি সে ফাঁদের মধ্যে আটকা পড়ল। অনেক চেষ্টা করেও সে ফাঁদ থেকে বের হতে পারল না। যখন সে কিছুতেই ফাঁদ থেকে বের হতে পারল না তখন সে উচ্চ স্বরে গর্জন করতে লাগল।

সিংহের গর্জন সেই ইঁদুরটি শুনতে পেলো। আসলে সেই ইঁদুটি আশে পাশেই ঘুরে বেড়াচ্ছিল। সে সিংহের গর্জনটি চিনতে পেরে খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছল। ইঁদুর গিয়ে দেখে, সিংহ জালে আটকা পরে আছে। সে আর বিন্দু মাত্র দেরি না করে জালের দড়ি কাটতে লাগল। এভাবে অল্প কিছুক্ষনের মধ্যে ইঁদুর সিংহকে ফাঁদ থেকে মুক্ত করল।

উপদেশঃ কারো উপর দয়া করলে, তা নিষ্ফল যায় না।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!