সাপের ছুরতে রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে হাজির

তিনি একটি খেজুর গাছের ছায়ায় বসে বিশ্রাম নিলেন। এমন সময় একটি কালো বর্ণের সাপ এসে রাসূলুল্লাহ (সাঃ) – এর কানের কাছে স্বীয় মুখ নিয়ে কি যেন বললেন, অতঃপর ঐ সাপটি এমন ভাবে অদৃশ্য হয়ে গেল যেন মাটি তাকে গিলে ফেলেছে। সাপটি অদৃশ্য হওয়ার পর রাসূলুল্লাহ (সাঃ) এর সমীপে আমরা আরজ করলাম, আপনি তার মুখ আপনার কানের এত কাছে আনতে দিলেন; আমরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম।

তিনি বললেন, সাপটি ছিল আসলে জ্বীন। একটি সূরার কতিপয় আয়াত ভুলে গেলে তা জিজ্ঞেস করার জন্য জ্বীনেরা তাকে আমার নিকট প্রেরণ করেছিল। তোমরা এখানে উপস্থিত থাকায় সে সাপের ছুরতে এসে আয়াত জিজ্ঞেস করে চলে গেল। অতঃপর পুনরায় যাত্রা করে একটি গ্রামের নিকট এসে উপস্থিত হলেন।

গ্রামের লোকেরা রাসূলুল্লাহ (সাঃ) এর আগমন সংবাদ পেয়ে অপেক্ষা করছিল। তারা আল্লাহর রাসূলের নিকট আরজ করল, হে আল্লাহর রাসূল! একটি জ্বীন এ গ্রামের এক যুবতী মেয়ের প্রেমে পড়েছে। জ্বীন তাকে এমন ভাবে জ্বালাতন করছে যে, বর্তমানে সে খানা-পিনা ত্যাগ করে মরতে বসেছে। তার রূপ-লাবন্য ছিল চাঁদের মত।

রাসূলুল্লাহ (সাঃ) তাকে কাছে ডেকে বললেন, হে জ্বীন! তুমি কি জান যে, আমি মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল? তুমি এই মেয়েটিকে ত্যাগ করে এলাকা ছেড়ে চলে যাও। রাসূলুল্লাহ (সাঃ) এর ঐ কথা বলার সাথে সাথে মেয়েটি সুস্থ হয়ে বাস্তবে ফিরে এল এবং পুরুষদের সম্মুখে পর্দার ভেতর চলে গেল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!