সাদ্দাদের বেহেস্ত-শেষ পর্ব

সাদ্দাদের বেহেস্ত-পূর্বের পর্ব পড়তে এখানে ক্লিক করুন

তুমি সে বিষয় মহান আল্লাহ্‌র দরবারে আরজি পেশ করে দেখতে পার। তিনি যদি তোমাকে সুযোগ দেন তবে দীর্ঘ কয়েক বছরের সুযোগও দিতে পারেন। আর যদি না দেন তাহলে আমার প্রতি যে হুকুম সে অনুসারে আমি তোমার জান নিয়ে নিব।

তখন সাদ্দাদ আল্লাহ্‌ তা’য়ালার কাছে বলল, হে আসমানের খোদা ! আমি যে বেহেস্ত তৈরি করেছি তা তোমার সৃষ্ট বেহেস্তের চেয়ে কোন অংশে কম নয়। এখন তুমি আমার প্রতি ও আমার বেহেস্তের প্রতি ঈর্ষান্বিত হয়ে যদি মালেকুল মওত দ্বারা আমার জান কবজ কর তাহলে মানুষ চিরিদিন তোমাকে পরশ্রীকাতর বলে জানবে

এবং তুমি ঈর্ষার বশবর্তী হয়ে এ কাজটি করলে তা প্রচার হয়ে যাবে। অতএব আমি তোমাকে ঈর্ষার বশবর্তী নাস হবার জন্য অনুরোধ করছি। এ কথা বলে সাদ্দাদ এক পা ঘোড়ার পৃষ্টের রেকাবের উপর এবং অন্য পা বেহেস্তের দরজায় রাখল। তখন মালেকুল মওত সাদ্দাদের জান কবজ করে চলে গেল। সাদ্দাদের বেহেস্ত দর্শনের আশা চিরদিনের জন্য শেষ হয়ে গেল।

কথিত আছে সাদ্দাদের মৃত্যুর পরক্ষনে আকাশ থেকে এক ভীষন আওয়াজ হয়। সে আওয়াজে সাদ্দাদের বেহেস্ত এলাকা উল্টিয়ে গিয়ে সমস্ত ইমারত, অট্টালিকা ও উপস্থিত জনতা, সৈন্য সামান্ত ও লোক লস্কার চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যায়। পৃথিবীর কোন মানুষ আর সাদ্দাদের বেহেস্ত এলাকায় কোন চিহ্ন দেখতে পায় নি।।

সাদ্দাদের বেহেস্ত-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

সাদ্দাদের বেহেস্ত-৩য় পর্ব

হযরত ইব্রাহীম (আঃ) এর মূর্তি ভাঙ্গার ঘটনা-১ম পর্ব