
সমুদ্রের ধার ধরে ঘুরতে ঘুরতে কিছু পর্যটক একটি উঁচু টিলা দেখতে পেয়ে তার চূড়ায় উঠে গেল। সেই চূড়া থেকে তাকিয়ে তাদের মনে হল, অনেক দূরে একটি বড় জাহাজ দেখা যাচ্ছে। খুব আশা নিয়ে তারা অপেক্ষা করতে রইল, কখন সেই জাহাজ নীচের বন্দরে এসে ভিড়বে। কিন্তু হাওয়ায় ভেসে সেই দূরের জিনিস যখন কিছুটা কাছে এল, তারা বুঝতে পারল যে, এ বড় জোর একটা ছোট নৌকা হতে পারে, কোন বড় জাহাজ নয়। শেষ পর্যন্ত সেই বস্তু যখন তীরে এসে লাগল, তখন দেখা গেল—কোথায় কি? অনেক ভাঙা ডালপালা একসাথে জড়ো করে বাঁধা এক বড়সড় বোঝা, এই মাত্র। হতাশ হয়ে একজন তখন তার সঙ্গীদের বলল, “শুধু শুধুই এতক্ষণ অপেক্ষা করে জুটল কি—এক গুচ্ছ কাঠের আঁটি।”
প্রাচীন বচন: জীবনের অনেক আশাই সম্ভাব্যতার বিচারে অবাস্তব কল্পনার বেশী কিছু আর হয়ে উঠতে পারে না।
এটি আরও সরল এবং প্রবাহিত মনে হবে এখন।