সাখাওয়াত

হযরত জুন্নন মিশরী (রহঃ) বলেন একবার এক পাহাড়ে আমি একটি মেয়ের সাক্ষাত পেলাম। একটি পশমী জুব্বা পরিহিতা সেই মেয়েটিকে পাগল বলে মনে হচ্ছিল। আমি তাকে সালাম দিলাম। সালামের জবাব দিয়ে সে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি জুন্নন!

আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম তুমি কি করে আমাকে চিনলে। সে জবাব দিল, প্রকৃত মাওলার পরিচয় লাভের মাধ্যমে। এবার সে আমাকে প্রশ্ন করল, বল, জুন্নন। সাখাওয়াত কাকে বলে? আমি বললাম, সাখাওয়াত অর্থ, দান দক্ষিনা। সে বলল, এটা তো সাখাওয়াতের পার্থিব ব্যাখা। শরীয়তের পরিভাষায় সাখাওয়াত কাকে বলে? আমি বললাম, আল্লাহর আনুগত্য মেহনত করা। সে বলল, মানুষ যখন আল্লাহর আনুগত্যে মেহনত করতে থাকে তখন আল্লাহর  নূর তার অন্তরকে আলোকিত করে দেয়।

ঐ সময় আল্লাহ পাকের নিকট কিছু কামনা করতে নেই। হে জুন্নন! বিশ বছর যাবত আল্লহার দরবারে একটি বস্তু চাইতে ইচ্ছা হচ্ছে কিন্তু কিছুতেই আমি নিজেকে একজন সাধারণ মজুদেরর পর্যায়ে  নামিয়ে আনতে পারছি না। কেননা, কোন কাজ করে সাথে সাথে তার বিনিময় প্রর্থনা করা এটা মজদুরের স্বভাব।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।