
নাসিরুদ্দিন হোজ্জা নিজের বাগানে মাটি খুড়ছিলেন। একজন প্রতিবেশি এসে জিজ্ঞেস করল, ও মোল্লাসাব, মাটি খোড়েন কেন? হোজ্জা বললেন, রাস্তায় একটা গর্ত হয়েছে। ওটা ভরাট করব। লোকটা জিজ্ঞেস করল, আর এখানে যে গর্ত হবে সেটা? হোজ্জা বললেন, আরেক যায়গা থেকে মাটি এনে ফেলব। –সংগৃহীত