একদিন বনে একটি ভরত পাখি গান করছিল। একটি কৃষক কেঁচো ভর্তি বাক্স নিয়ে বনের পথ দিয়ে যাওয়ার সময় ভরত পাখি তাকে জিজ্ঞাসা করল,”তোমার বাক্সে কি আছে তুমি কোথায় যাচ্ছ।কৃষক জবাব দিল সে বাজারে এই কেঁচো গুলো বিক্রি করে কিছু পালক কিনবে।ভরত পাখি বলল,আমার কাছে অনেক পালখ আছে আমি সে গুলি থেকে তোমাকে কিছুদেব,তুমি আমা-কে ওই কেচোঁগুলি দিয়ে দাও,তাহলে আমাকে আর খাবার খোজ করতে হবে না।কৃষক ভরত পাখিকে কেঁচোগুলো দিল এবং ভরত পাখি প্রতিদানে তার ডানা থেকে কয়েক টি পালক দিল।পরের দিন এইরকম লেনদেন হল এবং তার পরের দিনও।কিছুদিন পরে দেখাগেল ভরত পাখির সব পালক কৃষক নিয়ে নিয়েছ।পালকের অভাবে ভরত পাখি দেখতে কুৎসিত সে উড়তে পারে না এবং কেঁচো খোঁজার সামর্থ্য নেই।এই অবস্থায় পাখিটি গান করতে ভুলে গেল।এবং কিছুদিনের মধ্যে মারা গেল।
উপদেশঃভরত পাখিটি খুব সহজে খাবার চেয়েছিল কিন্তু এই সহজ পথটি শেষ পর্যন্ত কঠিন অবস্থার মধ্যে নিয়ে গেল।এই শিক্ষাটি কি আমাদের জীবনেও সত্য নয়?অনেক সময় আমরা সহজ পথের সন্ধান করি,কিন্তু অবশেষ পথটি কঠিন হয়ে দাঁড়ায়।