সম্ভব-অসম্ভব

গত এপ্রিল মাসে মা একদিন এসে বলে আমাদের পাড়ার একটা পিচ্চি মারা গেছে একটি নির্মাণাধীন বাড়িতে জমা রাখা পানিতে ডুবে।
শুনে খুব খারাপ লাগছিল।পরদিন দুপুরে ক্লাস থেকে ফিরছি দেখলাম মসজিদের সামনে একটা খাটিয়া,অনেক মানুষজন।
লাশটা দেখে চমকে উঠলাম। ওকে কত দেখেছি আমাদের বিল্ডিং এর নিচে খেলতে।
এই ঘটনার ১৫/২০ দিন পর আমি আর আমার ছোটবোন(কলেজে পড়ে) সন্ধ্যার সময় গল্প করতে করতে বাসায় ফিরছিলাম।
হটাৎ দেখি একটা পিচ্চি ওই নির্মাণাধীন বিল্ডিংটার নিচে দাড়িয়ে আছে।
আমি কাছে যেয়ে বলি “বাবু একা একা এখানে কি করো? জানোনা একটা পিচ্চি এখানে মারা গেছে?” এটা বলার সঙ্গে সঙ্গে বাবুটা মুখ তুলে তাকায়।
এরপর যা দেখলাম তাতে মনে হল আমি পাথর হয়ে গেছি। একটু পর শুনলাম আমার বোন বলছে, আপু দৌড়াও।
আমরা দুজনে দৌড় দিলাম, মসজিদ পর্যন্ত এসে ফিরে তাকাইছি। কিন্তু কেউ ছিল না ওখানে।
কিন্তু একটু আগে আমরা দুজনে যাকে দেখেছি সে হল ওই বাবুটা যে মারা গেছে মাত্র ১৫ দিন আগে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!