সফলতা অর্জনে মানুষিকতার গুরুত্ব !

একজন লোক মেলায় লাল-নীল-সবুজ-হলুদ ইত্যাদি অনেক রংয়ের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত।

কখনও কখনও তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত।

বেলুনটি আকাশে উড়ে যেতে দেখলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত।

সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পড়াতে বেলুনওয়ালা মুখ

ফিরিয়ে দেখল একটি বাচ্চা ছেলে।

ছেলেটি জিঙ্ঘেস করল, “কালো রংয়ের বেলুনো কি আকাশে উড়বে?”

বালকটির অত্যাধিক আগ্রহ লক্ষ করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল,” ভাই, রংয়ের জন্য বেলুন আকাশে উড়য়ে না,

ভিতরের গ্যাস বেলুন কে আকাশে উড়ায়”.

মানুষের জীবনেও এ কথা সত্য। আমাদের ভিতরের কি আছে সেটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উড়ঠে সাহায্য করে তা হল আমাদের– “মানষিকতা”.

—-সাতক্ষীরা থেকে পাঠয়েছেন হরষিত সরকার

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!