দুইজন লোকের মধ্যে গভীর বন্ধুত্ব। একজন থাকত জেদ্দায়, অন্যজন থাকত রিয়াদে। রিয়াদের বন্ধু সন্তানদের অনুরোধে একটি টেলিভিশন কিনে আনে। কিছুদিন পর ওই লোকটি মারা যায়। দুই বন্ধু ছিল পুন্যবান। তাঁরা নিয়মিত নামাজ রোজা পালন করতো। রিয়াদের বন্ধুকে কবর দেওয়ার পর কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল।
সন্তাদের টেলিভিশন কিনে দেওয়ার কারনে এ শাস্তি দেওয়া হচ্ছিল। রিয়াদের বন্ধু রাতে জিদ্দার বন্ধুকে বলল, তুমি রিয়াদে যাও, আমাদের বাড়িতে যাও, আমার স্ত্রী এবং সন্তানদের আমার দুঃখকষ্ট এবং অবর্ণনীয় শাস্তির কথা জানাও। পর দিন ব্যস্ততার কারনে জেদ্দার বন্ধু রাতের স্বপ্নের কথা ভুলে গিয়েছিল। দ্বিতীয় দিনেও তিনি রিয়াদে যেতে পারে নি।
তৃতীয় রাতে রিয়াদের বন্ধু স্বপ্নে পুনরায় বললেন, তুমি কেন রিয়াদে যাচ্ছ না, আমার অবস্থার কথা চিন্তা করে একটু দয়া কর। তৃতীয় রাতে স্বপ্ন দেখার পর চতুর্থ দিন জেদ্দার বন্ধু বিমানের টিকিট কেটে রিয়াদে চলে গেল এবং রিয়াদের বন্ধুর স্ত্রী এবং সন্তানদের স্বপ্নের কথা জানালেন।
মৃত বন্ধুর বড় ছেলে এসব কথা শোনার পর আছাড় দিয়ে টেলিভিশন ভেঙ্গে ফেললো। চতুর্থ রাতে জেদ্দার বন্ধু স্বপ্নে দেখলো, তার রিয়াদের বন্ধু বেশ হাসি খুশি। তিনি বলেন শোন, আমর সন্তান আছার দিয়ে টেলিভিশন ভেঙ্গে ফেলার পর থেকে আমার ওপর শাস্তি বন্ধ হয়ে গেছে। আমি এখন ভাল আছি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।