জীবন সংগ্রামে জয় অথবা পরাজয় দু,য়েরই সম্ভাবনা আছে।কোন জয় সংগ্রাম ছাড়া আসে না।
জিববিজ্ঞানের এক শিক্ষক তার ছাত্রদের শেখাচ্ছিলেন,শুঁপোকা প্রজাপতিতে কিভাবে রূপান্তরিত হয়।তিনি ছাত্রদের বললেন যে পরবর্তী দু,ঘণ্টার মধ্যে শুঁয়োপোকা গুটি থেকে প্রজাপতিতে বেরিয়ে আসবে কিন্তু কেউ তাড়াহুড়া করে প্রজাপতিকে গুটি থেকে বের করে আনার চেষ্টা করবে না।এই বলে তিনি ক্লাশ থেকে চলে গেলেন।
ছাত্ররা গুটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল।প্রজাপতি গুটি থেকে বের হওয়ার জন্য নড়েচড়ে চেষ্টা করছিল।একটি ছাত্র দুয়াপরবশে শিক্ষকের উপদেশ অমান্য করে গুটি ভেঙ্গে প্রজাপতিকে বাইরে আসার জন্য সাহায্য করল।ফলে প্রজাপতিকে বাইরে আনার জন্য আর বেশী চেষ্টা করতে হল না কিন্তু অল্প পরেই প্রজাপতিটি মারা গেল। শিক্ষ ফিরে এলে অন্য ছাত্ররা ঘটনাটি তাকে জানালো।তিনি ব্যাখ্যা করে বোঝালেন যে প্রজাপতিকে সাহায্য করতে গিয়ে ওই ছাত্রটি প্রজাপতিকে মেরে ফেলেছে। কারণ প্রাকৃতিক নিয়মে গুটি থেকে বেরনোর সময় সংগ্রাম করতে হয় তার ফলে প্রজাপতির ডানা দুটি বেড়ে উঠে এবং শক্ত হয়।বালকটি প্রজাপতিকে সংগ্রাম করতে না দিয়ে তাকে বাঁচবার শক্তি সংগ্রহ করতে দেয়নি।ফলে প্রজাপতিটি মারা গেল।
উপদেশঃএই তথ্যটি মানুষের জিবনে প্রয়োগ করা যেতে পারে। সংগ্রাম ছাড়া মানুষ জীবনে কিছুই লাভ করতে পারে না। পিতামাতা হিসাবে আমরা যখন সব থেকে আদরের সন্তান কে সংগ্রাম থেকে আড়াল করে রাখি তার শক্তি বৃদ্ধি না হতে দিয়ে তার সবচেয়ে বেশি ক্ষতি করি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।