এক শেয়াল একদিন এক পুকুর পাড়ের সামনে হাঁটতে গিয়ে একসময় পা পিছলে পড়ছিল। তাই নিজেকে সামলাতে গিয়ে ধরল সে এক কাটাগাছের ঝপ।
কাটাগাছের ঝপে কাটায় গেল তার পুরো শরীর। যন্ত্রণায় সে কাটাগাছের ঝপকে বলে উঠল—
শেয়াল: “তুমি আমার এতো বড় ক্ষতি কেন করলে? বিপদে পড়ে আমি তোমার স্মরণ নিলাম, আর তুমি শেষে আমার ক্ষতি করলেই?”
কাটাগাছ (আলতো হাসতে হাসতে): “বন্ধু, আমাকে ধরতে গিয়েই তো তুমি মস্ত বড় ভুল করেছ। কারণ আমি নিজে যাকে একবার পাই, তাকে ছাড় দেই না।”
Moral of the story: দুশমনের স্মরণই ক্ষতির কারণ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।