শেখ মাজহার সা’দীর স্বপ্ন

বিখ্যাত বুজুর্গ হযরত শেখ মাজহার সা’দ (রহঃ) একাধারে ৬০ বছর আল্লাহর দরবারে রোনাজারী করেছেন। তিনি বলেন, এক রাতে আমি স্বপ্নে দেখলাম, যেন আমি নহরের কিনারায় দাঁড়িয়ে আছি। এতে বিশুদ্ধ মেশক প্রবাহিত হচ্ছে। নহরের দুধারে মোতী নির্মিত বৃক্ষের সোনালী পত্র পল্লব আন্দোলিত হচ্ছে। এমন সময়ে সেখানে কতিপয় অনিন্দ্য সুন্দরী যুবতী এসে বলতে লাগল-

ভাবার্থঃ ঐ মহান স্বত্ত্বা পবিত্র যার পবিত্রতা বর্ণনা করে সকল জবান। ঐ সত্ত্বা পবিত্র, যিনি সকল গৃহে বিরাজমান এবং সকল জমানায় পবিত্র আমি তাদের পরিচয় জিজ্ঞেস করলে পুনরায় তারা বলল-

ভাবার্থঃ মানুষের মা’বুদ এবং মুহাম্মাদ (সাঃ) এর পরওয়ার দেগার আমাদেরকে ঐ কওমের জন্য সৃষ্টি করেছেন যারা রাতভর আল্লাহ পাকের সামনে দু’পায়ে দাঁড়িয়ে থাকে এবং রব্বুল আলামীনের দরবারে মোনাজাত করতে থাকে। মাওলার প্রতি তাদের আবেগ ও ভালবাসার অবস্থা হল, নিঝুম রাতে মানুষ যখন সুখ নিদ্রায় বিভোর তখন তারা থাকে নিদ্রাহীন ধ্যানমগ্ন।

শেখ মাজহার সা’দীর স্বপ্ন

বিখ্যাত বুজুর্গ হযরত শেখ মাজহার সা’দ (রহঃ) একাধারে ৬০ বছর আল্লাহর দরবারে রোনাজারী করেছেন। তিনি বলেন, এক রাতে আমি স্বপ্নে দেখলাম, যেন আমি নহরের কিনারায় দাঁড়িয়ে আছি। এতে বিশুদ্ধ মেশক প্রবাহিত হচ্ছে। নহরের দুধারে মোতী নির্মিত বৃক্ষের সোনালী পত্র পল্লব আন্দোলিত হচ্ছে। এমন সময়ে সেখানে কতিপয় অনিন্দ্য সুন্দরী যুবতী এসে বলতে লাগল-

ভাবার্থঃ ঐ মহান স্বত্ত্বা পবিত্র যার পবিত্রতা বর্ণনা করে সকল জবান। ঐ সত্ত্বা পবিত্র, যিনি সকল গৃহে বিরাজমান এবং সকল জমানায় পবিত্র আমি তাদের পরিচয় জিজ্ঞেস করলে পুনরায় তারা বলল-

ভাবার্থঃ মানুষের মা’বুদ এবং মুহাম্মাদ (সাঃ) এর পরওয়ার দেগার আমাদেরকে ঐ কওমের জন্য সৃষ্টি করেছেন যারা রাতভর আল্লাহ পাকের সামনে দু’পায়ে দাঁড়িয়ে থাকে এবং রব্বুল আলামীনের দরবারে মোনাজাত করতে থাকে। মাওলার প্রতি তাদের আবেগ ও ভালবাসার অবস্থা হল, নিঝুম রাতে মানুষ যখন সুখ নিদ্রায় বিভোর তখন তারা থাকে নিদ্রাহীন ধ্যানমগ্ন।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…