শিক্ষার গুরত্ব

হযরত মুহাম্মদ (সাঃ) বলছেন, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র।  যে জ্ঞানের রাস্তায় চলাফেরা করে, আল্লাহ্‌ তায়ালা তাঁকে বেহেস্তের রাস্তা দেখিয়ে দেন।  সকল মুসলিম নর –নারীর  জন্য বিদ্যার্জন অবশই কর্তব্য। 

ইসলামের মহান শিক্ষা এবং পবিত্র আদর্শে মানুষকে আকৃষ্ট করা ও মানুষের মত মানুষ করা হল ইসলামী শিক্ষার মূল কথা।  খলিফা হযরত ওমর (রাঃ) উপলব্ধি করলেন যে, শিক্ষা ও জ্ঞানের জ্যোতি এ দেশ এবং জাতিকে, এ সমাজ আর তাঁর প্রাচীন সভ্যতাকে বাঁচিয়ে তুলতে পারবে।   

জাতীয় আদর্শের বুনিয়াদ গঠনে, চরিত্র গঠনে, মানব সভ্যতার বিকাশে আর প্রকাশে।  জাতির ভাগ্য  নির্ধারণে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।  এ জন্যই শিক্ষাদরদী খলিফা হযরত ওমর (রাঃ) তাঁর সম্রাজ্যের সব স্থানেই শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য বলে স্বীকৃতি দান করে সমগ্র দেশ এবং জাতিকে শিক্ষানুরাগী করে তুলেছেন। 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!