হযরত ইসহাক বিন ছায়াদ বিন আবি ওয়াক্কাস (রাঃ) বর্ণনা করেন, আমার পিতা হযরত ছায়াদ (রাঃ) আমার নিকট বলেছিলেন যে, ওহুদের যুদ্ধের সময় হযরত আব্দুল্লাহ বিন জাহাশ বললেন, চল আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি, একথা বলেই তিনি এক দিকে ফিরে এরূপ দোয়া করতে লাগলেন, আমি তোমাকে কসম দিয়ে বলছি যে, আগামীকাল আমি যখন যুদ্ধে অংশ নেব তখন যেন কোন ভয়ানক ও দূর্ধষ শত্রুর সাথে আমার মোকাবেলা হয়।
সে যেন আমার নাক-কান কেটে আমার পেট ছিঁড়ে ফেলে আর ঐ অবস্থায়ই আমি তোমার দরবারে হাজির হই, তুমি যেন আমাকে জিজ্ঞেস কর, হে আব্দুল্লাহ! তোমার নাক নাক কে কর্তন করছে? আমি উত্তর দেই এলাহী! তোমার পথে এবং তোমার রাসূলের পথে চলার কারণেই আমার এ এবস্থা হয়েছে। তুমি যেন বল, হে আমার বান্দা! তুমি সত্য বলেছ।
হযরত ছায়াদ বলেন, আমি যুদ্ধের শেষ দিনে দেখতে পেলাম। হযরত আব্দুল্লাহ বিন জাহাশের নাক, কান কেটে একটি রশিতে বেঁধে রাখা হয়েছে। হযরত ছাইদ ইবনুল মুসাইয়্যির বলেন, আল্লাহ পাক নিশ্চয়ই হযরত আব্দুল্লাহ বিন জাহাশের অবশিষ্ট বাসনাও পূরণ করবেন।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।