আফগানিস্থানের নাসরুল্লাহ মানসূর সূত্রে ডঃ আব্দুল্লাহ আযযাম বলেন যে, হাবিবুল্লাহ একদা আমাকে বললেন-ভাই একটি ঘটনা শুনবে কি? আব্দুল্লাহ আযযাম বলেন, হ্যাঁ ভাই বলো। হাবীবুল্লাহ বলেন, আরে ভাই আফগান শহীদদের আল্লাহ আখেরাতে তো উচ্চমর্যাদা দিবেনই, দুনিয়াতেও তিনি তাঁদেরকে অনেক মান-মর্যাদা দিয়েছেন। আব্দুল্লাহ আযযাম প্রশ্ন করলেন, তুমি তা কেমন করে জানলে? হাবীবুল্লাহ বললেন, “আমার ভাইয়ের শাহাদাতের তিন মাস পর আমার আম্মা স্বপ্নে তাকে দেখলেন, সে বলছে-আমার সব যখনই ভাল হয়ে গেছে; তবে শুধু মাথার যখমটি এখনও ভাল হয়নি। উক্ত স্বপ্ন দেখে আমার আম্মা বার বার কবর খুলে দেখতে বললেন।”
আমার ভাইয়ের কবরের পাশে ছিল আর একটি কবর। সেখানে একটি গর্ত খুলে গিয়েছিল। তার পাশে ছিল আরো কবর। সে কবরে আমরা দেখলাম-মৃত্যু ব্যক্তির গায়ের উপর একটি অজগর সাপ। এত বড় সাপ দেখে আমার আম্মা বললেন, না, কবর খুলতে হবে না। আমি বললাম, আমার ভাই শহীদ। তার কবরে সাপ থাকতে পারে না। তারপর আমার ভাইয়ের লাশ পর্যন্ত যখন পৌঁছালাম, তখন সুঘ্রাণ নাকে প্রবেশ করার ফলে আমাদের নেশাগ্র হয়ে পড়ার উপক্রম হল। আমারা তার মাথায় দেখলাম, একটি যখম থেকে রক্ত ঝরছে। তা দেখে আমার আম্মা সেই রক্তের মধ্যে আঙ্গুল রাখেন, ফলে আঙ্গুলটি সুঘ্রাণে সুবাসিত হয়ে যায়। তিন মাস অতিক্রম করেছে, আজও আঙ্গুলে সুঘ্রাণ সুবাস রয়ে গেছে; খোশবু ছড়াচ্ছে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।