মুজাহিদগণের নিকট শহীদের রক্তের ঘটনা প্রসিদ্ধ। তারা কোনো এলাকায় প্রবেশের সাথে শহীদের রক্তের সুঘ্রাণ পেতে পারতেন যে, এখানে নিকটবর্তী কোন স্থানে শহীদ রয়েছেন।
মাওলানা আরসালান সাহেব যিনি আফগানিস্থানের পাকতিয়া প্রদেশের প্রসিদ্ধ কমান্ডার, তিনি বলেছেন, আমাদের একজন ছাত্র আব্দুল বাছির শহীদ হয়ে গিয়েছে। আমি এবং মুজাহিত ফাতহুল্লাহ রাতের আধারে তাঁকে খুঁজতে বের হয়েছি। খুঁজতে খুঁজতে হঠাৎ ফাতহুল্লাহ বলল, আমরা শহীদের নিকটে এসে গিয়েছি। কারণ, আমি ভীষণ সুগন্ধী অনুভব করছি। একটু পরে আমি মোহিত হলাম এবং শহীদকে পেয়ে গেলাম। তাঁর শরীর থেকে প্রবাহিত রক্ত রাতের আধারে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় প্রজ্জ্বলিত এবং চমকপ্রদ দেখা যাচ্ছিল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।