১৭২ হিজরির এক ঘটনা হযরত মাওলানা হাফের আবুল ফরম ইবনুল জাওযী লিখেন, ইরাকের বসরা শহরে একটি সুপ্রশিদ্ধ টিলা ছিল। টিলাটির এক পার্শ্বে ছিল কিঞ্চিত ভাঙ্গা। টিলার সেই ভাঙ্গনের কারণে টিলার ভীতরে ৭টি কবর হাউজের মত প্রত্যেক মৃত ব্যাক্তি সহীহ-সালামতে ছিল। তাঁদের প্রত্যেকের পরনে ছিল নতুন নতুন কাফন। এ টিলা হতে তখন মেশকের ন্যায় সুগন্ধি নির্গত হচ্ছিল।
এ সাত-কবরের মাঝে এক কবরে জনৈক নওজোয়ানকে দেখা যাচ্ছিল। তার মাথার চুল ছিল খুবই কাল। তাঁর ওষ্ঠদ্বয় এতো তরুতাজা ছিল যে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, এইমাত্র তাঁকে যেন কেউ পানি পান করিয়েছে। তাঁর চোখ দুটি ছিল সুরমা মাখানো। তখনও তাঁর কোমরে তরবারির আঘাতের রক্তাক্ত ক্ষত পরিদৃষ্ট হচ্ছিল। এই ঘটনাটি ঘটেছিল হিজরী ১৭২ সালে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।