শহীদগণ জীবিত আছেন

হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলে কারীম (সা.) বলেছেন, উহুদের যুদ্ধে যখন তোমাদের সাথী ভাইয়েরা শাহাদাতবরণ করেছেন, তখন তাঁদের আত্মাসমূহকে সবুজ বর্ণের পাখির পেটের মধ্যে স্থানান্তরিত করা হয়েছে। তারপর সে আত্মাসমূহ জান্নাতের নদীনালার উপর দিয়ে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন প্রকার ফলমূল আহরণ করে পুনরায় আরশে ঝুলন্ত স্বর্ণের প্রদীপে অবস্থান করে সুতরাং তারা জান্নাতের অফুরন্ত নিয়ামত, মনোরম পরিবেশে গিয়ে আনন্দিত হয়ে বলে –

এমন কে আছে, আমাদের ভাইদের নিকট সংবাদ পৌঁছাবে, আমরা জান্নাতে জীবিত আছি এবং আমাদেরকে জীবিকা প্রদান করা হচ্ছে, যাতে তারা জিহাদে যেতে অনিহা প্রকাশ না করে এবং জিহাদের ঘোষণা শুনে যেন লুকিয়ে না থাকে।

আল্লাহ তা’য়ালা তাঁদের এই আহাব্বান শুনে বলেন, আমিই তোমাদের পক্ষ থেকে তাঁদের নিকট এ সংবাদ পৌঁছে দিব। তারপর আল্লাহ তা’য়ালা আয়াত অবতীর্ণ করলেন:

قَالَ يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ

অর্থঃ সে জান্নাতের নেয়ামতরাজি দেখে বলল, আহা! আমার সম্প্রদায় যদি জানতে পারত – আল্লাহ কিভাবে আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সন্মানিত লোকদের অন্তর্ভুক্ত করেছেন। (সূরা ইয়াসিন)

হাদিসে আছে রাসূল (সা.) এরশাদ করেছেন, ভোগ বিলাস বিনাশকারী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ কর।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!