শহীদগণের সমাধি এবং উজ্বল আলোকছটা

আফগানিস্থানের হেলমান্দ প্রদেশের মুজাহিদ আব্দুর মান্নান বলেছেন, এক যুদ্ধে মুজাহিদ ছ’শত আর শত্রু ছ’হাজার এবং তাদের ছয়টা ছিল ট্যাংক ও পঁয়তাল্লিশটা ফাইটার প্লেন। তাদের সমস্ত সমর শক্তি ব্যয় করে আমাদের উপর আক্রমণ করেছে এবং একাধারে আঠারো দিন যুদ্ধ চলতেছিল। শেষ পর্যন্ত শত্রু পক্ষের চারশত পঁচিশ জন নিহত হয়েছে এবং ছত্রিশজন বন্দি হয়েছে, আর মুজাহিদ মাত্র ত্রিশজন শহীদ হয়েছেন।

তখন প্রচন্ড গরমের মৌসুম ছিল। তা সত্ত্বেও শহীদদের লাশগুলো অপরিবর্তিত এবং অবিকৃত ছিল। তাঁদের মধ্যে একজন ছিলেন মুজাহিদ আব্দুল গফুর বিন মুহাম্মাদ। প্রত্যহ রাতের আঁধারে শরীর থেকে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আলোকছটায় আকাশ আলোকিত হয়ে যেত এবং সেটা প্রায় তিন মিনিট পর্যন্ত দৃষ্টিগোচর হত। উক্ত বিষ্ময়কর ঘটনা সকল মুজাহিদগণই অবলোকন করেছেন।

কান্দাহারের উরগুন্দ-আর নামক জায়গায় কবরস্থানে একবার মুজাহিদগণ প্রস্তুতি নিয়ে শত্রুর উপর হামলা করতে যেয়ে দেখে কিছু নেই। বরঙ ওখানে এক শহীদের কবর থেকে আলো বের হচ্ছে। পরে সেটা থমে গেল।  

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!