শয়তানের গোমরাহ করার প্রচেষ্টা

বনী ইসরাঈলের এক বুযুর্গ শয়তানকে গোমরাহ ও পথভ্রষ্ট করার জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি।

একদিন তিনি বিশেষ কোনো প্রয়োজনে কোথাও যাচ্ছিলেন। শয়তানও তখন তার সঙ্গে হয়ে গেল। পথে শয়তান রিপুকাম ও ক্ষোভের নানা হাতিয়ার ব্যবহার করল। মাঝে মধ্যে ভয় দেখানোর চেষ্টা করল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হলো।

বূজুর্গ একবার পাহাড়ের পাদদেশে বসেছিলেন।
শয়তান তখন পাহাড়ের উপরে উঠে একটি পাথর ছেড়ে দিল। বুযুর্গ লক্ষ্য করলেন, বিশাল পাথরটি তার দিকে গড়িয়ে আসছে। তখন তিনি আল্লাহর জিকিরে মশগুল হলেন। পাথরটি তাকে স্পর্শ না করে পাশ দিয়ে অন্য দিকে গড়িয়ে গেল।

শয়তান এবার বাঘ ও সিংহের আকৃতি ধরে তাকে ভয় দেখাতে চাইল, তাতেও কাজ হলো না।
একবার বুযুর্গ নামায পড়ছিলেন। শয়তান তখন সাপের আকার ধারণ করে বুযুর্গের মাথা থেকে পা পর্যন্ত জড়িয়ে ধরল এবং তার ফনাটি সিজদার স্থানে বিছিয়ে দিল। বুযুর্গ তখনও ভীত হলেন না।

এবার শয়তান সম্পূর্ণ নিজের রূপে হাজির হয়ে বলল:

“আপনাকে গোমরাহ করার সব কৌশল আমি ব্যবহার করেছি, কিন্তু কিছুই সফল হয়নি। এখন আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে আর ভ্রষ্ট করার চেষ্টা করব না।”

বূজুর্গ বললেন:

“এতটুকু তো তোর সর্বশেষ কৌশল। দুর্ভাগা, তোর ভীতি প্রদর্শনেও আমি ভীত হইনি। তোর বন্ধুত্বেরও আমার কোনো প্রয়োজন নেই।”

শয়তান বলল:

“আমি কি আপনাকে বলতে পারি, মানুষকে আমি কিভাবে গোমরাহ করি?”

বূজুর্গ বললেন:

“বল।”

শয়তান বলল, মানুষের মধ্যে তিনটি বিষয়ের দ্বারা সে গোমরাহ হয়:
১. কার্পণ্য
২. ক্রোধ
৩. নেশা

শয়তান বলল:

“মানুষ যখন কার্পণ্য বা সঞ্চয়ের নেশায় পড়ে, তখন খরচ করতে চায় না এবং অন্যের হক নষ্ট করে।
মানুষ যখন রাগান্বিত হয়, তখন সে আমাদের হাতের খেলার ‘বল’ হয়ে যায়। যেমন ছোট শিশুরা খেলনার বল এদিক-ওদিক ছুড়ে মারে, ঠিক তেমনি আমরা তাকে ইচ্ছামত পরিচালনা করি। সে যদি নিজের দু’আর দ্বারা মৃতকেও জীবিত করুক, আমরা নিরাশ হই না।
আর মানুষ যখন নেশায় মাতাল হয়, তখন আমরা সহজেই তাকে যেকোনো পাপের পথে পরিচালনা করি।”

ফকীহ আবুল লাইস রা. বলেন:

“এই ঘটনায় জানা যায়, মানুষ যখন ক্ষুদ্ধ ও রাগান্বিত হয়, তখন সে শয়তানের হাতের খেলার ‘বল’ হয়ে যায়। তাই রাগের সময় ধৈর্য ধারণ করা জরুরি, যাতে শয়তানের হাতের খেলা হওয়া থেকে বাঁচা যায়।”

শিক্ষা: প্রিয় পাঠক, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে, আল্লাহর ওয়ালাদের সংস্পর্শে থেকে শয়তানের প্রতারণা ও ধোঁকা থেকে নিরাপদ থাকা সম্ভব।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!