নকুলের খুব লোভ । ভাই বোনেদের মধ্যে খেতে বসে বড় মাছ বড় বাটিভর্তি বেশি ঝোল পেত তাও টানত ।
নেমতন্ন বাড়ী মেলা মল যেখানে যেত এটা ওটা খেত । সাথে ছিল দামি খেলনা জামা । মা বাবা অন্য ছেলেমেয়েদের বোঝাত – দাদা একটু বেশি চায় , আদরের । তোরাও পাবি ।
দাদা । তাই কেউ রাগ করে না । এভাবে লোভ দেখে অনেকে বলে – আহা ! ছেলেটা কি সুন্দর খেতে পরতে ভালোবাসে ।
এই সুযোগে নকুল যেখানইে সুযোগ পায় যে করেই হোক তা নিজের ভাগে টেনে নেয় ।
এই লোভ সংসারী হয়েও পিছন ছাড়ল না । ডায়াবেটিসে বেশি খাওয়া বন্ধ হল কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে বাবার কাছ থেকে বেশি সম্পত্তি ঠিক বাগিয়ে নিল ।
নকুল অবশ্য এ সব নিয়ে ভাবে না । ভাবে – লোভ থাকা দরকার । রোজ সকালে মর্নিং ওয়াক করে ফিরে এসে ছেলেমেয়েকে ঘুম থেকে তুলেই বলবে – তোমাদের কমপ্লান হরলিক্স তোমাদের দিকে লোভীর মত তাকিয়ে আছে । সবটাই খেতে হবে ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।