লোকসান দু’পয়সা

গোপাল একবার নদীর ঘাটের ইজারা নিয়েছিল। ফেরিঘাটের ইজারাদার হিসেবে গোপাল ভাড়া ছয় পয়সা থেকে কমিয়ে চার পয়সা করে দিল— যাতে গরিব মানুষদের কিছুটা উপকার হয়। কারণ, সে বছর দেশের অবস্থাও খুব ভালো ছিল না। তাই গোপাল চেয়েছিল গরিব লোকেরা যেন খুশি থাকে এবং পারাপারে সুবিধা পায়।

একদিন একদল ছেলে গোপালের কাছে এসে বলল,
“ভাড়া কমানো চলবে না মোটেই! এতে আমাদের প্রবল আপত্তি আছে। ভাড়া যেমন ছিল, ঠিক তেমনই থাকতে হবে— একেবারেই কমানো চলবে না! এসব করলে ভালো হবে না।”

গোপাল তাদের কথা শুনে অবাক হয়ে বলল,
“ভাড়া বাড়ালে তো সাধারণ মানুষ আপত্তি করে, কিন্তু ভাড়া কমালে কেউ আপত্তি করে— এটা তো আজই প্রথম শুনলাম! আপনাদের আপত্তির কারণটা বলবেন?”

ছেলেরা মুখ ব্যাজার করে বলল,
“শুনুন মশাই, আমরা রোজ সাঁতরে নদী পার হই। আর প্রতিদিন ভাবি— ফেরিঘাটের ভাড়া ছয় পয়সা, কাজেই সাঁতরে গিয়ে আমরা ছয় পয়সা বাঁচালাম। এখন আপনি ভাড়া চার পয়সা করে দিয়েছেন, মানে প্রতিবারে সাঁতরে গেলে মাত্র চার পয়সা বাঁচবে। বুঝুন তো, এতে আমরা প্রতিবারে দু’পয়সা করে লোকসান করছি!”

গোপাল ছেলেদের এই যুক্তি শুনে হাসি চেপে রাখতে পারল না।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!