লেজকাটা শেয়াল

এক বনের মধ্যে দিয়ে এক দুষ্টু শেয়াল যাচ্ছিল। যেতে যেতে সে একটা ফাঁদের মধ্যে পড়ে গেল। ফাঁদটা এতো গভীর ছিল যে সেখানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেয়ালটি আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরে দেখে তার সুন্দর লেজটি নেই। লেজটি কেটে গিয়েছে এবং তা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। মনে তার দুঃখ হলো। সে মনে মনে ভাবল, এই লেজহীন জীবন নিয়ে তার বেঁচে থাকার মানেই হয় না।

এই কথা ভাবতে ভাবতে হঠাৎ এক ফন্দি মাথায় এলো: আর সব জাত-ভাইদেরও যদি এমন লেজহীন করা যায়, তাহলে আমাকে কেউ আর কুশ্রী ভাববে না।

এই পরিকল্পনা নিয়েই সে জাত-ভাইদের এক সভায় ডেকে বলল, “শোনো ভাইসব, আমি একটা কথা বলি—লেজ আমাদের অনেক ক্ষতি করে। এটা অতিরিক্ত ভারি কিন্তু কোন কাজে আসে না। বরং কখনও কখনও এই লেজের জন্যই আমরা শিকারীর হাতে ধরা পড়ি। তোমরাও আমার মতো লেজ কেটে ফেল, তাহলে তোমাদেরও ফুরফুরে লাগবে।”

সভায় থেকে এক শেয়াল বলল, “আমি জানি, তোমার ফাঁদে পড়ে লেজ কাটা গেছে। তাই তুমি চাইছ আমাদেরও লেজ কেটে ফেলতে। যাও, ভাগো… আজ থেকে তুমি আমাদের দলের কেউ না।”

এই বলে লেজকাটা শেয়ালটাকে সবাই মিলে তাদের দল থেকে বের করে দিল।

উপদেশ: নিজের স্বার্থে যে সকল প্রতিবেশী তোমাকে উপদেশ দেয়, তাদের তুমি এড়িয়ে চল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!