এক ব্যক্তি বিক্রি উদ্দেশ্যে গরু নিয়ে যাচ্ছে হাটে।রাস্তায় কয়েকজন
ছিনতাইকারি জিজ্ঞেস করলো,ওই গরু নিয়ে কই যাস।বেচারার সোজা সাপটা জবাব,বিক্রি করার জন্য হাটে যাচ্ছি।
ছিনতাইকারি ইশারায় শলাপরামর্শ করে নিল।গরু নিলে বিপদে পড়ব,ফেরার পথে গরু বিক্রির টাকাগুলো নেব।
ওদিকে বেচারা গরু নিয়ে চলে গেল হাটে এবং সন্ত্রাস তার ফেরার অপেক্ষায় ওৎ পেতে বসে অপেক্ষা করতে লাগল।
বেচারা গরুর দাম কম হওয়ায় বিক্রি না করে গরু নিয়ে বাড়িতে রওনা হলে ওৎ পেতে বসে থাকা ছিনতাইকারিরা ঘিরে ধরলো।কি হলো!গরু বিক্রি করলি না?
লোকটি বলল,গরুর বাজার মন্দা,কাস্টমার দাম কম বলে,ও দামে বিক্রি করলে আমাদের লস হবে।তাই বিক্রি না করে ফিরে যাচ্ছি।
কথা শেষ না হতেই ছিনতাইকারিরা তার উপর এ বলে ঝাঁপিয়ে পড়ে।ওই সালা!লস হলে আমাদের হত,তাতে তোর কী?তাকে উত্তম
মাধ্যম দিয়ে গরু নিয়ে চম্পট।অসহায় বেচারা খালি হাতে বাড়ি ফিরল,
উপদেশঃসন্ত্রাসীদের দৌরাতে এত বেড়ে গেছে আজ কোথায় যান মালের নিরাপত্তা নেই।সন্ত্রাস দমনে চাই কোরআনি শাসন।