রোমহর্ষক !!

আমি সুমন, পেশায় একজন ইলেক্টিশিয়ান । এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা । ঘটনাটা 2011সালের, তখন আমি ও আমার পাঁচ সহকর্মি সিলেটের শিবের বাজার নামক এক জায়গায় কাজে যাই । সেইখানে একটা কমিউনিটি সেন্টারে আমাদের কাজ । বাসাটা দো’তালা, আমাদের কাজ… ছিল দোতালায় । প্রথম দিন কোন রকম সমস্যা হয় নাই । সমস্যাটা হয় তার পরের দিন, যায়গাটা ছিল মোটামোটি নির্জন । বাসাটার একজন কেয়ারটেকার ছিল নাম জামাল …। তিনি সকালে আমাদের বলেন যে তিনি সিলেটে যাবেন কিছু দরকার হলে যেন তাকে ফোন করি । এখানে আমি বাসাটার কথা বলি,বাসাটার প্রথমে মাঝে সহ তিনটা গেট ছিল এবং উপরে আরেকটা গেট ছিল । বাসার পিছন দিকে আরও দুইটা গেট ছিল । তিনি যাওয়ার পর বেলা ১২ টার সময় আমাদের সিগারেট শেষ হয়ে যায় । আমাদের এক সহকর্মিকে সিগারেট আনার জন্যে নিচে পাঠাই, সে এসে বলে যে উপরের গেট তালা দেওয়া । আমরা মনে করলাম যে জামাল ভাই তালা দিয়ে গেছেন হয়তোচলে আসবেন ।আমরা ক্ষুণাক্ষরে চিন্তা করি নাই আমাদের জন্যে কি অপেক্ষা করছে । বেলা 3টার সময় আমরা জামাল ভাইকে ফোন দিলাম । তিনি অবাক হয়ে বলেন যে তিনি গেটে তালা দেন নাই । এবং তিনি আমাদের বলেন যে এই তালা (পক্ষান্তরে সব তালা)চাবি ছাড়া কেউ লাগাতে পারবেনা,এবং সব চাবি তার কাছে । তিনি খুব তারাতারি চলে আসছেন,আমরা যেন অপেক্ষা করি । প্রায় পাচঁটার সময় আমাদের খুব ক্ষুধা লাগল,আমরা সবাই উপরে উঠতে চাইলাম । তারও কোন উপায় নাই কোন বাথরুমে পানি নাই,খাবার নাই,সিগারেট নাই,এবং কি এলাকার কোন মানুষের ও দেখা নাই যে কোন সাহায্য পাব । আমরা এক রকম অসহায়, জামাল ভাই আসলেন সাথে খাবার ও তার পরিচিত কিছু মানুষ নিয়ে । আসার পর তিনি আমাদের বলেন যে নিচের তিনটা গেট তালা দেওয়া ভিতর থেকে । আমরা খাবার খেয়ে বের হলাম । বাহিরে এসে দেখতে পেলাম যে পিছনের দুটি দরজার সাথে বড় পাথর চাপা দেওয়া । এখন আমার প্রশ্ন কে দরজায় তালা দিল ভিতর থেকে তাও চাবি ছাড়া । যেই তালা কিনা চাবি ছাড়া দেয়া যায় না ? কে পিছনের দরজায় পাথর দিয়ে রাখল ? কে আমাদের মারতে চাইছিল খাবার,পানি ছাড়া ? আমরা জানিনা হয়তো জানতে পারবো না ।
তার পরদিন আমরা সেখান থেকে চলে আসি । এই ঘটনা আমাদের সহকর্মি ও আমাদের পরিবারের কিছু মানুষ ছাড়া আর কাউকে বলতে নিষেধ করেছে জামাল ভাই জানালে তার সেন্টারের বদনাম হবে তাই আমরা এত দিন কাউকে জানাইনি । আজ জানালাম ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!