রিপনের প্রতিজ্ঞা —হৃদয় চন্দ্র দাস

ছোট্ট একটি গাঁ। গাঁয়ের নাম অলিপুর। সবুজ শ্যামল, পাখপাখালি এবং অপরূপ সৌন্দর্যে ভরপুর। ফুল ফসলের শোভায় অটুট। গাঁয়ের মধ্য দিয়ে বয়ে গেছে মেঠোপথ।
এই গাঁয়ের আলো বাতাস প্রকৃতি ছায়া এবং অপরূপ সৌন্দর্যের মধ্যে বেড়ে ওঠে দরিদ্র পিতা-মাতার এক সন্তান। নাম তার রিপন।
শৈশব থেকেই কৈশোরে পদার্পণ করেছে। বয়স মাত্র বারো। পিতা-মাতার ¯েœহ ভালোবাসা কোন দিকেই কমতি ছিল না রিপনের প্রতি।
ছোটবেলা থেকেই যতো আবদার করতো প্রায় তার সব আবদার রাখার চেষ্টা করতেন তার বাবা-মা।
রিপনের বাবা অন্যের জমিতে ফসল ফলান। আয় রোজগার যা হয় তা দিয়ে কোন মতে সংসার চালান। অনেক অভাব-অনটন, দুঃখ-দুর্দশার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। পিতা-মাতার স্বপ্ন লেখাপড়া করে রিপন একদিন অনেক বড় হবে। বড় হয়ে সে সমাজের একজন শিক্ষিত মানুষ হবে, দেশের কল্যাণে, গরিব-দুঃখীর সাহায্যে এগিয়ে আসবে। রিপন হবে একজন আদর্শ মানুষ। তাকে দেখে মানুষ আলোকের সন্ধান পাবে। বাবা-মার মুখ উজ্জ্বল করবে।
বাবা-মার স্বপ্নে রিপন নিজেও ভাসে। এক সময় মনে মনে প্রতিজ্ঞা করে সে, ভালো করে লেখাপড়া করে বাবা-মার দুঃখ দুর্দশা মোচন করবে। দেশের কল্যাণে এগিয়ে আসবে এবং গরিব-দুঃখীদের সাহায্য করবে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!