হযরত বুরায়দা (রাঃ) থেকে বর্ণনা করা হয়েছে, একবার জনৈক গ্রাম্য ব্যক্তি এসে রাসূল (সাঃ) এর মুজিজা দেখতে চাইল। আল্লাহর রাসূল (সাঃ) বললেন, “তুমি বৃক্ষটিকে গিয়ে বল, রাসূলুল্লাহ (সাঃ) তোমাকে যেতে বলেছেন।” লোকটি কথামত রাসূল (সাঃ) এর নির্দেশ গাছটিকে গিয়ে জানাল।
আল্লাহর রাসূলের নির্দেশ পাওয়ার সাথে সাথে প্রথমে বৃক্ষটি গোটা দেহ একবার কেঁপে উঠল। অতঃপর সে মাটি ছিঁড়ে রাসূল (সাঃ) এর সামনে এসে বলল, “আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ (সাঃ)।” এর অনুমতি পেয়ে বৃক্ষটি তার পূর্বস্থানে ফিরে গিয়ে মাটির ভিতর তার মূল ছড়িয়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে গেল।
এ বিস্ময়কর ঘটনা দেখে লোকটি ইসলাম গ্রহণ করে ধন্য হলেন। এরপর তিনি পরম ভক্তি ও আবেগে রাসূল (সাঃ) কে সিজদা করার অনুমতি প্রার্থনা করলেন। তার এ প্রার্থনার জবাবে রাসূল (সাঃ) বললেন, “আমি যদি কোন মানুষকে সিজদাহ করার হুকুম দিতাম, তবে নারীদেরকে তাদের স্বামীদেরকে সিজদাহ করার হুকুম দিতাম।”
নতুন মুসলিম এবার আরজ করলেন, “ইয়া রাসূলুল্লাহ! তা হলে আপনার হাতে-পায়ে চুম্বন করার অনুমতি দিন।” আল্লাহর রাসূল (সাঃ) লোকটির আবেগের প্রতি সাড়া দিলেন। অনুমতি পেয়ে তিনি রাসূল (সাঃ) এর হাতে মোবারেক চুম্বন করলেন।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।