রাসূল (সাঃ) এর পিতা আব্দুল্লাহর লাশ কবরে অবিকৃত অবস্থায় রয়েছে।

মসজীদে নববী সম্প্রসারন প্রকল্পের বাস্তবায়নে কয়েকটি কবর স্থানন্তরের প্রয়োজন দেখা দেয়। এ সময় রাসূল (সাঃ) এর পিতা আব্দুল্ললাহর লাশ স্থানান্তর করার জন্য তার কবর খনন করা হল। চৌদ্দশত বছরের অধিক সময় আগে মাটির নিচে দাফন করা লাশ ছিল তখনও অবিকৃত।

এছাড়া মালেক ইবনে সাওফাই এবং অন্য ৬ জন সাহাবার লাশও অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। পরে তাদের লাশ জান্নাতুল বাকী কবরস্থানে সম্মানের সাথে দাফন করা হয়। 

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!