রাসূল (সাঃ) এর পিতা আব্দুল্লাহর লাশ কবরে অবিকৃত অবস্থায় রয়েছে।

মসজীদে নববী সম্প্রসারন প্রকল্পের বাস্তবায়নে কয়েকটি কবর স্থানন্তরের প্রয়োজন দেখা দেয়। এ সময় রাসূল (সাঃ) এর পিতা আব্দুল্ললাহর লাশ স্থানান্তর করার জন্য তার কবর খনন করা হল। চৌদ্দশত বছরের অধিক সময় আগে মাটির নিচে দাফন করা লাশ ছিল তখনও অবিকৃত।

এছাড়া মালেক ইবনে সাওফাই এবং অন্য ৬ জন সাহাবার লাশও অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। পরে তাদের লাশ জান্নাতুল বাকী কবরস্থানে সম্মানের সাথে দাফন করা হয়। 

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

You may also like...

দুঃখিত, কপি করবেন না।