রাসূলুল্লাহ (সাঃ) কর্তৃক এক ছাহাবীর ঝুলে পড়া চক্ষু যথাস্থানে সংযোজন

বাইহাকী ও ইবনে ইসহাক বর্ণনা করেন, ওহুদের যুদ্ধে তীরের আঘাতে হযরত কাদাতা ইবনে নোমান (রাঃ) এর চোখ কটর হতে বের হয়ে গন্ডদেশে ঝুলে গেল। রাসুলুল্লাহ (সাঃ) হযরত কাদাতা (রাঃ) কে বললেন, তুমি যদি এটা কামনা কর যে, তোমার চক্ষু ভাল হয়ে যাক, তবে আমি তা যথাস্থানে করে দেব এবং তা ভাল হয়ে যাবে। আর জান্নাত লাভের আশা পোষন করলে ধৈর্য ধারণ কর।

হযরত কাতাদা (রাঃ) আজর করলেন, হে আল্লাহর নবী! নিশ্চয় জান্নাত বড় পুরষ্কার কিন্তু অন্ধ হয়ে থাকা আমার নিকট ভাল লাগছে না। কাজেই আমার চক্ষু ভাল করে দিন এবং আমার জান্নাত প্রাপ্তির জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ (সাঃ) তার চক্ষু যথাস্থানে স্থাপন করে দিলে তা ভাল হয়ে গেল। উপরক্তু অপর চক্ষুটির তুলনায় তার জ্যোতি আর বেড়ে গেল।

তিনি তার জন্য জান্নাত প্রাপ্তিরও দোয়া করলেন, রাসূলুল্লাহ (সাঃ) এর এ মু’যিযাটি এত প্রসদ্ধি ছিল যে, হযরত কাতাদা বিন নুমানের পরবর্তী বংশধর এ বলে গর্ব করত যে, আমাদের পূর্ববর্তী বুযুর্গ হযরত কাতাদার চক্ষু রাসূলুল্লাহ (সাঃ)  এর হাতে ভাল হয়েছিল। হযরত কাতাদা (রাঃ) এর গৌত্র আসিম হযরত ওমর ইবনে আব্দুল আজীজের শাসন আমলে তার সাথে সাক্ষাৎ এর সময় একটি কবিতা পাঠ করেন, তার ভাবার্থ নিম্নে প্রদত্ত হলঃ

” আমি ঐ ব্যক্তির দৌহিত্র যার চক্ষু যুদ্ধের সময় আঘাত প্রাপ্ত হয়ে কোটর থেকে বের হয়ে মুখের উপর ঝুলে গিয়েছিল এবং রাসূলুল্লাহ (সাঃ)  এর মোবারক হাতে তা এরুপ ভাল হয়ে ছিল যে, তা পূর্বাপেক্ষা অধিক জ্যোতি লাভ করল। ধন্য সেই চক্ষু আর ধন্য সে মোবারক হাত যা পূর্নবার চক্ষু ফিরিয়ে দিল। 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!