রাসূলুল্লাহ (সাঃ) এর মাথার চুল আগুনে পোড়েনি
আদিম ইবনে জাহের উলুবির কাছে রাসূলুল্লাহ (সাঃ) এর ১৪ টি চুল ছিল। তিনি এসব চুল হলবের শাসকের কাছে হাদিয়া স্বরূপ প্রেরণ করেন। হলবের আমির উলুবিদের সম্মান করতো সে আদিমের প্রেরিত রাসূলুল্লাহ (সাঃ) এর চুলের কারণে উলুবিদের বিশেষ সম্মান করেছে।
কিন্তু কিছুদিন পর আমিরের মনে পরিবর্তন দেখা দেয়। সে উলুবিদের বলে, তোমাদের প্রেরিত চুল রাসূলুল্লাহ (সাঃ) এর চুল নয়। উলুবিয়ান চ্যালেঞ্জ করে বলল, যদি আপনার মনে সন্দেহ দেখা দেয়, তবে সে চুল আগুনে পোড়ানোর জন্য আগুনে নিক্ষেপ করুন। আমির আগুন জ্বালিয়ে সে চুল নিক্ষেপ করলো। কিন্তু সে চুল একটিও পুড়লনা বরং চুলের রং আরো সুন্দর হয়ে গেল।
এ দৃশ্য দেখে আমিরের মনোবল পরিবর্তন হলো। সে উলুবিদের সম্মান করলো এবং তাঁদেরকে নানা উপহার দিলো। এখানে রাসূলুল্লাহ (সাঃ) এর মু’জিযার প্রামাণ পাওয়া যায় যে তাঁর মাথার চুল আগুনে পোড়েনি। ( নাসিমুর রিয়াজ)