রাসূলুল্লাহ (সাঃ) এর মদীনায় আগমন ও আনসার (রাঃ) দের আনন্দ উৎসব – শেষ পর্ব

রাসূলুল্লাহ (সাঃ) এর মদীনায় আগমন ও আনসার (রাঃ) দের আনন্দ উৎসব – ২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

অবশেষে মুহাম্মদ (সাঃ) ও তাঁহার সঙ্গী হযরত আবু বকর (রাঃ) আগমন করিলেন এবং মদীনায় একটি অনাবাদ স্থানে আসিয়া থামিলেন। তারপর তাঁহারা আনসারদের নিকট একজন গ্রাম্য লোক মারফৎ তাহাদের আগমনের সংবাদ পাঠাইলেন।

সংবাদ পাইয়া পাঁচশত আনসার তাহাদের সংবর্ধনার জন্য অগ্রসর হইলেন। তাঁহারা নবী মুহাম্মাদ (সাঃ) ও হযরত আবু বকর (রাঃ) নিকট পৌছিয়া বলিলেন, চলুন, আপনারা উভয়ে নিরাপদ ও মাননীয়। মুহাম্মাদ (সাঃ) ও আবু বকর (রাঃ) অভ্যর্থনাকারীদের মাঝখানে চলিতেছিলেন।

সমগ্র মদীনাবাসী সম্বর্ধনা জানাইবার জন্য বাহির হইয়া পড়িল। এমন কি কুমারী মেয়েরা ঘরের ছাদের উপর একে অপর হইতে আগে বাড়িয়া দেখিতেছিল এবং পরষ্পর জিজ্ঞাসা করিতেছিল যে, তিনি কোন জন? তিনি কোন জন? আমরা এমন দৃশ্য আর কখনও দেখি নাই।

হযরত আনাস (রাঃ) বলেন, মুহাম্মাদ (সাঃ) যেদিন আমাদের নিকট আগমন করেন এবং যেদিন তিনি দুনিয়া হইতে বিদায় গ্রহণ করেন এই উভয়ে দিনে আমি তাঁহাকে দেখিয়াছি। এই দুই দিনের ন্যায় আমি আর কখনও দেখি নাই।

হযরত আয়েশা (রাঃ) বলেন, মুহাম্মাদ (সাঃ) যখন মদীনায় আগমন করিলেন তখন নারী শিশু সকলেই আনন্দে এই কবিতা আবৃত্তি করিতেছিল–

طلع البدر علينا

من ثنيات الوداع

وجب الشكر علينا

ما دعا لله داع

অর্থঃ ওদায়ের ঘাঁটি হইতে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হইয়াছে। যতদিন কেহ আল্লাহ্‌র পক্ষে দাওয়াত দিতে থাকিবে। ততদিন আমাদের উপর শোকের করা ওয়াজিব থাকিবে। (বিদায়াহ)

রাসূলুল্লাহ (সাঃ) এর মদীনায় আগমন ও আনসার (রাঃ) দের আনন্দ উৎসব – ১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।