আনাস ইবনে মালেকের কাছে একজন মেহমান এসেছিল। সে মেহমান জানালো দস্তরখানে খাবার খাওয়ার পর সেখানে গোশতের সুরুয়ার দাগ লেগে গিয়েছিল। আনাস তাঁর দাসীকে ডেকে বললেন, এ দস্তরখান কিছুক্ষণের জন্য তন্দুরের জ্বলন্ত আগুনে ফেলে রাখো। দাসী আদেশ পালন করলো।
উপস্থিত মেহমান অবাক হয়ে আনাস (রাঃ) কে জিজ্ঞেস করলেন কাপড়ের এ দস্তরখান আগুনে পুড়লোনা কেন? আনাস (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (সাঃ) এর খাবার খেয়ে এ দস্তরখানে হাত মুছতেন এ কারণে আগুন এ দস্তরখানের কোন ক্ষতি করতে পারে না। (মুসলিম)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।