আনাস ইবনে মালেকের কাছে একজন মেহমান এসেছিল। সে মেহমান জানালো দস্তরখানে খাবার খাওয়ার পর সেখানে গোশতের সুরুয়ার দাগ লেগে গিয়েছিল। আনাস তাঁর দাসীকে ডেকে বললেন, এ দস্তরখান কিছুক্ষণের জন্য তন্দুরের জ্বলন্ত আগুনে ফেলে রাখো। দাসী আদেশ পালন করলো।
উপস্থিত মেহমান অবাক হয়ে আনাস (রাঃ) কে জিজ্ঞেস করলেন কাপড়ের এ দস্তরখান আগুনে পুড়লোনা কেন? আনাস (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (সাঃ) এর খাবার খেয়ে এ দস্তরখানে হাত মুছতেন এ কারণে আগুন এ দস্তরখানের কোন ক্ষতি করতে পারে না। (মুসলিম)