রাজবধূ বোনাস পর্ব (রেহানা পুতুল)

প্রজাপতি কেমন আছো? আমি ভালো নেই। বরং আমার চেয়ে ভালো আছে বারান্দায় উড়াউড়ি করা ওই রঙিন প্রজাপতিটা। দেয়ালে চুপটি করে বসে থাকা পতঙ্গটাও। কারণ টা শোন,

গতকাল ২১ শে ডিসেম্বর ছিলো পৃথিবীর দীর্ঘতম রাত্রি। বড় সাধ ছিলো মনে, এই দীর্ঘতম রজনীতে আমাদের বাসর হবে। আঙ্গুলে আঙ্গুলে ঠোকাঠুকি হবে। আশা জাগানিয়া গল্প হবে। ধোঁয়া উঠা এক কাপ উষ্ণ কফির পেয়ালায় দুজনে ঝড় তুলবো ঠোঁটের ছোঁয়ায়। সারারাত্রি জেগে রবো। তোমার হৃদয়ের অতলান্তে হারিয়ে যাবো। মধুময় প্রেমের ফল্পুধারায় ভেসে যাবে দুটি তৃষিত হৃদয়। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস ! এই কনকনে হিমেল ঠান্ডায় দুজনের দুরত্ব যোজন যোজন! সবশেষে বলি,

তুমি কি জানো? পানি ছাড়া মাছ যেমন। তুমি ছাড়া আমি তেমন। প্রতি পলে পলে তড়পাতে থাকি ডাঙায় তোলা মাছের মতন।

তোমাকে দেখার অপেক্ষায় তোমার আমি।

“তুমি আসো কল্পনায়, আমি যাই ডুবে

ছুঁতে পারি না তোমায়,বাঁচি অনুভবে।”

#রাজবধূ #রেহানা_পুতুল (কল্পনায় শিখাকে লিখা রাজের চিঠি। একটু বোনাস আনন্দ দিলাম প্রাণের পাঠক,অনুরাগীদের।)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!