রাজকন্যা কংকাবতীর অসুখ । মরন অসুখ । সে কি অসুখ যে মরে যাবে ?
রাজকন্যা খেতে পারে না , ঘুমাতে পারে না , কথা বলতে ইচ্ছে করে না , সাজতে ইচ্ছে করে না , চুল আঁচড়াতে ইচ্ছে করে না , – রাজ্য জুড়ে ডাক পড়ে গেলো । ওরে রাজকন্যা কংকাবতীর মরন রোগ হয়েছে গো । ।
রাজা এলান করলেন – যে রাজকন্যার অসুখ ভালো করতে পারবে সে পাবে অর্ধের রাজত্ব আর রাজকন্যা । ।
কত্ত যে কবিরাজ এলো রাজ্যের । কত্ত যে হেকিম আসলো — না না না – কেউ ভালো করতে পারে না ।রাজার মাথায় হাত , রানীর চোখে জল , আর প্রজাদের দুশ্চিন্তা ।
এরপর এলো রাজ্যের এক কালো কুচকুচে যুবক ।
হে রাজন্য আমিই আপনার কন্যাকে ভাল করে দেব ।
তুমি যুবক ? তুমি পারবে আমার কন্যাকে ভালো করতে ??
জ্বী রাজন্য আমিই পারবো —
আপনি আমার উপর সমর্পন করুন রাজকন্যার চিকিতসার ভার ।
কালো যুবককে নেয়া হলো রাজকন্যার আলীশান সাজানো গোছানো চকচকে রুমে ।
যুবক পায়ে পায়ে হেঁটে এলো রাজকন্যার খাটের কাছে –
মহামান্যা অভিভাদন গ্রহন করুন বলে কুর্ণিশ করলো কালো যুবক ।
কংকাবতী উঠে বসলো – পেছনে বেজে উঠলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ।
কাট কাট কাট – বলে প্রডিউসার শুটিং স্টপ করলেন ।
রাজকন্যা কংকাবতী উঠে বসলো –
ও রাজিব ভাই – কি হলো ? বলে হাই তুললো –
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।