রহমতের বায়না ধরা

হযরত আবূ আব্দুল্লাহ কারাশী (রঃ) বলেন, একদা আমি আবূ ইসহাক বিন তোরাইফের খেদমতে উপস্থিত ছিলাম। ঐ সময় সেখানে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, কোন কাজের ব্যপারে যদি কেউ এমন পণ করে যে, আমার উদ্দেশ্য সাধন না হলে আমি এ কাজটি করব না।

তবে এটা জায়েয হবে? তিনি উত্তরে দিলেন হ্যাঁ। জায়েজ হবে। হযরত আবদুল্লাহ কারাশী (রঃ) বলেন, এ মাসআলা শুনার সাথে সাথে আমিও মনে মনে পণ করলাম, যতক্ষণ আল্লাহ্‌ পাকের কোন কুদরত না দেখব ততক্ষন আমি আহার পানি গ্রহণ করব না। এভাবে সাতদিন অভুক্ত থাকার পর  হঠাৎ এক ব্যক্তি হাতে একটি থালা নিয়ে আমার সামনে উপস্থিত হল। অতঃপর আমাকে লক্ষ্য করে বলল, আজ এশা পর্যন্ত সবর কর, এই থালা হতে তুমি কিছু পাবে।

অজিফার লিপ্ত ছিলাম। এমন সময় দেয়াল ফেটে তার ভেতর হতে এক জান্নাতী হুর বের হয়ে আসল। তার হাতে একটি থালাতে মধু জাতীয় কিছু মিষ্টি দ্রব্য ছিল। সে নিকটে এসে আমাকে ঐ মিষ্টিদ্রব্য তিনবার খাওয়াল সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম হুর চলে গেছে। কিন্তু আমি কিছুতেই সেই হুরের চেহারা এবং আহার্য বস্তুর স্বাদ ভুলতে পারলাম না।

রহমতের বায়না ধরা

হযরত আবূ আব্দুল্লাহ কারাশী (রঃ) বলেন, একদা আমি আবূ ইসহাক বিন তোরাইফের খেদমতে উপস্থিত ছিলাম। ঐ সময় সেখানে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, কোন কাজের ব্যপারে যদি কেউ এমন পণ করে যে, আমার উদ্দেশ্য সাধন না হলে আমি এ কাজটি করব না।

তবে এটা জায়েয হবে? তিনি উত্তরে দিলেন হ্যাঁ। জায়েজ হবে। হযরত আবদুল্লাহ কারাশী (রঃ) বলেন, এ মাসআলা শুনার সাথে সাথে আমিও মনে মনে পণ করলাম, যতক্ষণ আল্লাহ্‌ পাকের কোন কুদরত না দেখব ততক্ষন আমি আহার পানি গ্রহণ করব না। এভাবে সাতদিন অভুক্ত থাকার পর  হঠাৎ এক ব্যক্তি হাতে একটি থালা নিয়ে আমার সামনে উপস্থিত হল। অতঃপর আমাকে লক্ষ্য করে বলল, আজ এশা পর্যন্ত সবর কর, এই থালা হতে তুমি কিছু পাবে।

অজিফার লিপ্ত ছিলাম। এমন সময় দেয়াল ফেটে তার ভেতর হতে এক জান্নাতী হুর বের হয়ে আসল। তার হাতে একটি থালাতে মধু জাতীয় কিছু মিষ্টি দ্রব্য ছিল। সে নিকটে এসে আমাকে ঐ মিষ্টিদ্রব্য তিনবার খাওয়াল সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম হুর চলে গেছে। কিন্তু আমি কিছুতেই সেই হুরের চেহারা এবং আহার্য বস্তুর স্বাদ ভুলতে পারলাম না।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…