যিকির এবং দুরুদের বরকতে পিপাসার কষ্ট নিবারণ

একবার রমজান মাসে তাবলীগ জামাতের সাথে এক কাফেলায় আমি পাহাড়ী এলাকায় গিয়েছিলাম। পাহাড়ি এলাকায় এক দিনের পথ অতিক্রম করতে হবে। ফজরের নামাজের পর আমরা সামান মাথায় করে নিয়ে রওয়ানা হলাম। অন্য পাহাড়ের দূরত্ব ছিল ১০ মাইল। শুকনো পাহাড়ের রোদের তেজ ছিল প্রচণ্ড। সকাল নয়টায় এক জায়গায় পৌঁছে পিপাসায় আমরা সবাই কাতর হয়ে পড়লাম। সামনে এক পাও অগ্রসর হতে ইচ্ছা করছিল না।

জামাতের আমিরকে আমাদের দূরাবস্থার কথা জানালাম। জামাতের আমিরের সাথে মহান আল্লাহর বিশেষ রহমত থাকে। আমিরকে জানানোর পর আমাদের সবাইকে এক জায়গায় বসিয়ে যিকির এবং দূরুদ পাঠের তালীম দিলেন। কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষের কি অবস্থা হবে, সেসব জানালেন। আমরা সবাই সতেজতা অনুভব করলাম। পুনরায় যাত্রা শুরু করলাম। যিকির আযাকারের সাথে থাকা অবস্থায় আমরা বিকেল ৫ টা পর্যন্ত সফর করলাম। গন্তব্যস্থলে পৌঁছার পর সেখানে প্রচুর ঠাণ্ডা পানি দেখতে পেলাম। ইফতারের পর প্রাণ ভরে পানি পান করলাম।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।