যারা কবরের আযাব থেক নিরাপদ থাকবে

নবী করীম (সাঃ) ইরশাদ করেন, ঐ সত্তার কছম যার পবিত্র হাতে আমার প্রাণ। মাইয়েতকে কবরে রাখার পর যখন লোকেরা ফিরে আসতে থাকে, তখন সে তাদের জুতোর আওয়াজ শুনতে পায়। মাইয়েত যদি ইমানদার হয় তাহলে নামাজ তার মাথার কাছে এসে দাঁড়ায়, রোজা তার ডান দিকে এবং যাকাত তার বাম দিকে এসে হাজির হয়, তার নফল ইবাদতসমূহ যথা-দান খয়রাত, মানুষের সাথে সদাচরণ ইত্যাদি এসে পায়ের দিকে দাঁড়ায়।

যদি মাথার দিক থেকে আযাব আসতে থাকে, তাহলে নামাজ বাঁধা দিয়ে বলে, এদিক থেকে যাওয়া যাবে না, যদি ডান দিক থেকে আযাব আসতে থাকে, তাহলে রোজা বাঁধা দিয়ে বলে, এদিক থেকে যেতে পারবে না, যদি বাম দিক থেকে আযাব আসতে থাকে, তাহলে যাকাত নিষেধ করে বলে, এদিক দিয়ে ও জায়গা পাবে না, তারপর যদি পায়ের দিক থেকে আযাব আসতে থাকে, তাহলে তার নফল আমলসমূহ (গতিরোধ করে) বলে, এদিক দিয়ে যাওয়া যাবে না। (তারগীব)

চোগলখোরী ও পেশাব থেকে অসতর্কতার শাস্তি

হারাম সম্পদের কারণে কবর আযাব