যাদুকর জামাদের কুরআন শোনা

জামাদ নামে ইয়ামেনে একজন যাদুকর মক্কায় এলো।

সে কুরাইশদের আশ্বাস দিল মুহাম্মাদের (সাঃ) উপর দুষ্ট দেবতার যে আছর তা সে ছাড়িয়ে দিবে।

কুরাইশরা খুব খুশি হলো।

জামাদ মহানবীর (সাঃ) কাছে গিয়ে হাজির হলো এবং বলল যে, সে তাঁকে ভাল করে দিবে।

মহানবী (সাঃ) তাকে বললেন, তাহলে আগে আমার কিছু কথা শুনুন।

তারপর মহানবী (সাঃ) কুরআন থেকে কয়েকটি আয়াত পাঠ করলেন।

জামাদ আয়াতগুলো শুনে চমৎকৃত হলো এবং আয়াতগুলো পূনরায় পাঠ করার জন্যে অনুরোধ করলো।

মহানবী (সাঃ) আয়াতগুলো দ্বিতীয়বার যখন সমাপ্ত করলেন, তখন জামাদ চিৎকার করে বলে উঠলো,

“আমি বহু ভবিষ্যৎবক্তা , যাদুকর ও কবির কথা শুনেছি, কিন্তু আল্লাহ সাক্ষি, এই কথা গুলোর কোন তুলনা নেই।

অতলগভীর এই কথাগুলো।”

তারপর সে বলল, “হে মুহাম্মাদ, আপনার হাত এগিয়ে দ্বীন।

আমি আপনের আনুগত্যের শপথ করছি।”

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!