যাদুকর জামাদের কুরআন শোনা

জামাদ নামে ইয়ামেনে একজন যাদুকর মক্কায় এলো।

সে কুরাইশদের আশ্বাস দিল মুহাম্মাদের (সাঃ) উপর দুষ্ট দেবতার যে আছর তা সে ছাড়িয়ে দিবে।

কুরাইশরা খুব খুশি হলো।

জামাদ মহানবীর (সাঃ) কাছে গিয়ে হাজির হলো এবং বলল যে, সে তাঁকে ভাল করে দিবে।

মহানবী (সাঃ) তাকে বললেন, তাহলে আগে আমার কিছু কথা শুনুন।

তারপর মহানবী (সাঃ) কুরআন থেকে কয়েকটি আয়াত পাঠ করলেন।

জামাদ আয়াতগুলো শুনে চমৎকৃত হলো এবং আয়াতগুলো পূনরায় পাঠ করার জন্যে অনুরোধ করলো।

মহানবী (সাঃ) আয়াতগুলো দ্বিতীয়বার যখন সমাপ্ত করলেন, তখন জামাদ চিৎকার করে বলে উঠলো,

“আমি বহু ভবিষ্যৎবক্তা , যাদুকর ও কবির কথা শুনেছি, কিন্তু আল্লাহ সাক্ষি, এই কথা গুলোর কোন তুলনা নেই।

অতলগভীর এই কথাগুলো।”

তারপর সে বলল, “হে মুহাম্মাদ, আপনার হাত এগিয়ে দ্বীন।

আমি আপনের আনুগত্যের শপথ করছি।”

 

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!