
একবার মোল্লা সাহেব একটি জরুরী কাজে দুরের একটি শহরে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠলেন। মাঝ পথে একবার প্রবল ঝড় উঠল। ঝড়ে লঞ্চ দুলে উঠল। সবাই আল্লাহর নাম নিতে শুরু করল। কিন্তু মোল্লা সাহেব লঞ্চের এক কোণে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন।
লঞ্চের ক্যাপ্টেন তাকে এসে বললেন, “আপনি এখানে কি করছেন? ঝড় উঠেছে, আপনি আল্লাহর নাম নিন।”
মোল্লা সাহেব বললেন, “লঞ্চের ক্যাপ্টেন আপনি, আর আমি আল্লাহর নাম নিব?”
একবার রাজার সঙ্গে শিকারে যাবার জন্য মোল্লা নাসিরুদ্দিনের ডাক পড়ল। মোল্লা সাহেবের শিকারে যেতে খুব ভয় করে। কিন্তু তাকে এবারে শিকারে যেতেই হবে কারণ এবার রাজা তাকে ডেকেছেন শিকারের জন্য। রাজার কথা অমান্য করলে ভয়ঙ্কর কিছু হতে পারে। তাই তিনি ভয়ে ভয়ে গেলেন।
যখন তিনি ফিরে এলেন তখন পাড়ার লোকেরা মোল্লা সাহেবকে জিজ্ঞেস করল, “শিকার কেমন হল মোল্লা সাহেব?”
এর উত্তরে মোল্লা সাহেব বললেন, “চমৎকার।” পাড়ার লোকেরা বলল, “কয়টা বাঘ মারলেন?”
একটিও না। তারা বলল, “কয়টা বাঘ তাড়া করলেন?” মোল্লা সাহেব বললেন, “একটিও না।”
পাড়ার লোকেরা বলল, “তাহলে শিকার চমৎকার হল কিভাবে?” মোল্লা সাহেব বললেন, “বাঘের সামনে না পড়া কি চমৎকার ব্যাপার নয়?”